ভারতের মাটিতে পুরুষদের T20I -তে সর্বনিম্ন রানের লজ্জার নজির নিউজিল্যান্ডের
শুভব্রত মুখার্জি: আমদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে কার্যত দুরমুশ করেছে ভারতীয় দল। ১৬৮ রানের বিরাট ব্যবধানে তাঁরা জিতে নিয়েছে তৃতীয় টি-২০ ম্যাচ। পাশাপাশি এই ম্যাচ জিতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল জিতে নিয়েছে টি-২০ সিরিজও। সিরিজে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে থেকেও সিরিজ জিতেছে ভারতীয় দল। অন্যদিকে এদিন সিরিজ হারের পাশাপাশি ভারতের ২২ গজে এক লজ্জার নজিরও গড়ে ফেলল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে পুরুষদের আন্তর্জাতিক টি-২০তে সর্বনিম্ন রানের লজ্জার নজির গড়ল তাঁরা।
প্রসঙ্গত ভারতের মাটিতে নিউজিল্যান্ডের খারাপ পারফরম্যান্স এটাই প্রথম নয়। এর আগেও টি-২০তে ভারতের মাটিতে তাঁরা খারাপ পারফরম্যান্স করেছে। তবে এদিনের পারফরম্যান্স যেন ছাপিয়ে গেল সবকিছুকেই। ভারতের মাটিতে এতদিন এই লজ্জার নজির ছিল নিউজিল্যান্ডেরই। এবার সেই নজির স্থাপন করে ৬৬ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। উল্লেখ্য এর আগে ২০১৬ সালে মাত্র ৭০ রানে অল আউট হয়ে এই নজির গড়েছিলেন টাইগাররা। তাঁর ও আগে ২০১৬ সালে ভারতের মাটিতেই আয়োজকরাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৭৯ রানে অলআউট হয়েছিল। আজকের আগে এই তালিকার প্রথম দুটি স্থানের ম্যাচে যে রান উঠেছিল তা হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আজ তাঁরাই গড়ে ফেললেন এই লজ্জার নজির।
প্রসঙ্গত এদিন প্রথমে ব্যাট করে ভারত তাঁদের নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৩৪ রান করে। অনবদ্য শতরান করেন শুভমন গিল। ৬৩ বলে করেন ১২৬ রান। তাঁর ইনিংসে হাঁকিয়েছেন ১২ টি চার এবং সাতটি ছয়। তাঁকে যোগ্য সঙ্গত দেন রাহুল ত্রিপাঠি (৪৪), সূর্যকুমার যাদব (২৪) এবং হার্দিক পান্ডিয়া (৩০)। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২.১ ওভারেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড দল। মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় তাঁরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ড্যারিল মিচেল। ১৩ রান করেছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। এছাড়া আর দুই অঙ্কের রান করেননি কোন ব্যাটার। ফলে ১৬৮ রানের বিরাট ব্যবধানে হারতে হয় তাঁদের। উল্লেখ্য ১৬ রান দিয়ে চার উইকেট নিয়েছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি একার হাতেই কিউয়ি ব্যাটিং লাইন আপে কার্যত ধস নামিয়ে দেন। যেখান থেকে আর বেরতে পারেনি নিউজিল্যান্ড দল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here