ভারতের মতো ভুল নয়, স্মিথকে কীভাবে আউট করতে হবে, সেটা ভালোভাবেই জানা আছে, হুংকার
ইংল্যান্ডের ওভালে বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টসে জিতে ভারত অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করতে নেমে ৪৬৯ রান করে তারা। তবে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নার জুটি শুরুতেই ভেঙে যায়। শূন্য রানে আউট হয়ে ফেরেন উসমান খোয়াজা। কিছুক্ষণ ব্যাট করেন ডেভিড ওয়ার্নার। চার নম্বরে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তারপর থেকেই পরিস্থিতি ঘুরতে থাকে অস্ট্রেলিয়ার দিকে।
স্টিভ এবং হেডের জুটি রান তুলতে থাকেন দলের হয়ে। বেশ চাপে পড়ে যায় ভারত। এই দেখে ইংল্যান্ডের অলি পোপ জানান, তাদের অ্যাসেজ সিরিজে স্মিথকে যত সম্ভব দ্রুত আউট করে ক্রিজের পাঠাতে হবে। না হলে স্টিভ ভয়ংকর হয়ে উঠলে ইংল্যান্ডের অবস্থা খারাপ হতে পারে। উল্লেখ্য এই ফাইনাল ম্যাচের পরে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তাদের বিখ্যাত অ্যাসেজ সিরিজ খেলতে নামবে।
স্মিথ প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে স্টিভ ২৬৮ বলে ১২১ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে ব্যাট করেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক। এই নিয়ে তিনি তাঁর টেস্ট কেরিয়ারে ৩১তম সেঞ্চুরি করে ফেললেন। তার মধ্যে সাতটি টেস্ট সেঞ্চুরি তাঁর ইংল্যান্ডে। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। শেষবার ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাসেজ সিরিজের তিনি চারটি টেস্ট ম্যাচ মিলিয়ে ৭৭৪ রান করেন। যা এখনও ইংল্যান্ডের বোলারদের ভয়ের কারণ।
ইংল্যান্ডের ক্রিকেটার অলি মনে করেন স্মিথকে তাড়াতাড়ি আউট করতে না পারলে সমস্যায় পড়বে ইংল্যান্ড দল। বৃহস্পতিবার ব্রিটিশ মিডিয়াকে তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে এখানে ব্যাট করার জন্য যে প্রাথমিক বিষয়গুলি দরকার তা ও ভালো করেই জানে। স্মিথ দীর্ঘদিন ধরে খেলছে। অনেক অভিজ্ঞতা ওর। ফলে এখানে বড় রান করলে স্বাভাবিক ভাবেই আমরা চাপে পড়ে যাব। শুধু তাই নয়, বিভিন্ন পরিস্থিতিতে প্রচুর সাফল্য পেয়েছে ও। স্মিথের সাফল্য পাওয়ার অন্যতম কারণ ওর জেদ। আমরা জানি ও কিভাবে নিজের রানকে এগিয়ে নিয়ে যাবে। এই পাঁচ ম্যাচের সিরিজে প্রথম এক বা দুটি ম্যাচে রান করুক বা না করুক ও নিজের টেকনিক থেকে সরে আসবে না।’
তিনি আরও যোগ করেন, ‘স্টিভ স্মিথ নিজের চারপাশে যে প্রতিরক্ষা বলয় তৈরি করেছে তো আমাদের ভাঙতে হবে। তাকে আউট করতে হবে। আমরা ওকে আউট করার নতুন পদ্ধতিতে ওকে চ্যালেঞ্জ জানাবো। স্মিথকে অস্বস্তিজনক পরিস্থিতিতে ফেলে তাড়াতাড়ি আউট করতে হবে।’ ১৬ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ঐতিহ্যপূর্ণ টেস্ট সিরিজ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here