ভারতের বিরুদ্ধে T20 WC-এর প্রস্তুতি ম্যাচে ফিট হয়ে বল করার ইঙ্গিত স্টইনিসের
আইপিএলের দ্বিতীয় পর্বে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মার্কাস স্টইনিস। যার জেরে বিশ্বকাপেও তাঁকে পুরো ফিট অবস্থায় পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে তারকা অজি অল রাউন্ডার ইঙ্গিত দিলেন, পুরো ফিট হয়ে তিনি ২০ অক্টোবর প্রস্তুতি ম্যাচে শুধু ব্যাট নয়, বলও করবেন।
সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ইতিমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে। সেই ম্যাচে ১ বল বাকি থাকতেই ৩ উইকেটে জিতেছে অজিরা। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করলেও, বল করেননি স্টইনিস। সেই ম্যাচের পর তিনি অবশ্য জানিয়েছেন, ‘আমার হ্যামি (হ্যামস্ট্রিং) ভাল আছে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল করিনি। মনে হচ্ছে, আমি ফিট হয়ে উঠেছি। পরের প্রস্তুতি ম্যাচে সম্ভবত বলও করব।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩ বলে ২৮ রান করেছেন তিনি। সেই সঙ্গে নিজের আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিয়েছেন স্টইনিস।
অস্ট্রেলিয়া যেমন নিউজিল্যান্ডকে হারিয়েছে, তেমনই আবার ভারতও কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়েছে। ব্রিটিশদের ১৮৮ রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে গিয়েছে। স্বভাবতই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও যে উত্তেনায় ভরা হতে চলেছে, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।
For all the latest Sports News Click Here