ভারতের বিরুদ্ধে ২-৩টে ম্যাচ জেতাই লক্ষ্য, পিসিবিকে আক্রমণ তৌসিফ আহমেদের
শুভব্রত মুখার্জি: আসন্ন এশিয়া কাপের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির ঘোষিত দল নিয়ে কম জলঘোলা হয়নি। দল থেকে বাদ পড়তে হয়েছে হাসান আলির মতো অভিজ্ঞ পেসারকে। এছাড়াও বর্ষীয়ান ক্রিকেটার শোয়েব মালিককেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের পরে অনেকেই মনে করছেন এটাই হয়ত শোয়েবের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের শেষ সিরিজ হতে চলেছে। এমন আবহে দেশের প্রাক্তন পেসার তৌসিফ আহমেদের আক্রমণের মুখে পড়তে হয়েছে পিসিবিকে। তার মতে এশিয়া কাপ নয় পিসিবির লক্ষ্য ভারতের বিরুদ্ধে ২-৩ টে ম্যাচ জেতা।
আরও পড়ুন: অবশেষে স্বমহিমায় মুস্তাফিজুর, খোঁচা খেয়ে জেগে উঠল বাংলাদেশ, যদিও দেরি হয়ে গিয়েছে অনেক
প্রসঙ্গত পাকিস্তানের হয়ে তৌসিফ আহমেদ খেলেন ৩৪টি টেস্ট এবং ৭০টি ওয়ানডে। ১৯৮০-৯৩ এই সময়কালে পাক দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলেছেন তিনি। স্পোর্টস পাকটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘এই ঘটনাটা দীর্ঘদিন ধরে চলছে। দলটাকে সেট করাটাই তো আপনার লক্ষ্য নয়। কয়েক বছর আগেই যে ক্রিকেটাররা দলে ছিল। তারাই আবার ঘুরে ফিরে চলে আসছেন দলে। সামনেই খুব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে আমাদের। আপনি সেইসব ক্রিকেটারকে দলে ফেল ফিরিয়ে আনছেন যাদের বিষয়ে আপনিই বলতেন এদের অবসর নিয়ে নেওয়া উচিত। আপনাদের তো ব্যাক আপ প্ল্যানটাই নেই। আপনি সেটেল না হলে দল গড়ে কি লাভ। সাদ শাকিল ছিল, আরও ২-৩ জন ক্রিকেটার ছিল। এখন তারা কোথায়?’
তিনি আরও যোগ করেন, ‘আমরা চাই আমাদের দলটা আরও ভালো হোক। আমরা এটাই ভাবছিলাম যে শোয়েব মালিককে দলে নেওয়া হবে। আমরা এশিয়া কাপ জেতা নিয়ে একেবারেই উদ্বিগ্ন না। আমাদের একমাত্র লক্ষ্য ভারতের বিরুদ্ধে ২-৩ টে ম্যাচ জেতা। আমাদের ভাবনাটা এমন যে এই ম্যাচগুলো জিতলেই খালি চলবে।’
For all the latest Sports News Click Here