ভারতের বিরুদ্ধে ব্যাটিংই সেরা পারফরমেন্স, বলছেন বিশ্বকাপের সেরা গার্ডনার
মহিলা T20 বিশ্বকাপ 2023 ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়ার মহিলা দল। এর মধ্য দিয়ে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়ার মহিলা দল। এই নিয়ে সপ্তমবারের মতো মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ক্যাঙ্গারু দল। ২০২২ সালে এই দলটি কমনওয়েলথ গেমসেও স্বর্ণপদক জিতেছিল। রবিবারের শিরোপা দখলের খেলায় দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া দল নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ছয় উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান বেথ মুনি, যিনি ৭৪ রান করেছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: প্রথমে ব্যাট ভাঙলেন পরে উইকেট উড়িয়ে দিলেন, দেখুন শাহিনের আগুনে বোলিং
একই সময়ে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব দেওয়া হয়েছিল সেই খেলোয়াড়কে যিনি ভারতের মহিলা প্রিমিয়ার লিগের সবচেয়ে ধনী বিদেশী খেলোয়াড় হয়েছেন। এবারের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে অ্যাশলেই গার্ডনার মোট ১০ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। ৩ নম্বরে ব্যাটিং করা অ্যাশলেই গার্ডনার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ব্যাট এবং বলে দুর্দান্ত কাজ করেছিলেন। দুটি উইকেট নেওয়ার পাশাপাশি গার্ডনার ১৮ বলে ৩১ রান করেন।
আরও পড়ুন… WPL 2023: নিজেদের জার্সি প্রকাশ করল গুজরাট জায়ান্টস, কে হচ্ছেন ক্যাপ্টেন?
অ্যাশলেই গার্ডনারকে কিনেছে WPL-এর ফ্র্যাঞ্চাইজি গুজরাট জায়ান্টস। তিনি অস্ট্রেলিয়ান দলে অলরাউন্ডার হিসেবে খেলেন। এই কারণেই উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের সময়, অ্যাশলেই গার্ডনারকে কেনার জন্য ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। তাঁকে ৩.২ কোটি টাকায় কিনেছে গুজরাট জায়ান্টস। আইপিএলের দ্বিতীয় ধনী খেলোয়াড় হয়েছেন অ্যাশলেই গার্ডনার।
টুর্নামেন্টের সেরা হয়ে অ্যাশলেই গার্ডনার বলেন, ‘গত বিশ্বকাপ থেকেই আমরা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমরা নির্দিষ্ট পর্যায়ে জয়ী পজিশনে ছিলাম না, কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসি। সম্ভবত ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে সেমিফাইনালের পারফরম্যান্স আমার জন্য এই টুর্নামেন্টের সেরা ছিল। আমরা এই টুর্নামেন্ট জিতেছি। আমরা এটি করতে চাওয়ার বিষয়ে কথা বলেছি, তাই সত্যিই গর্বিত। আমার বোলিংয়ে আত্মবিশ্বাস আছে। বিগ ব্যাশেও আমি বেশ খানিকটা বোলিং করেছি। সৌভাগ্যক্রমে এটি (ফর্ম) আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে। গর্বিত সম্ভবত একটি দল হিসাবে বিশ্বব্যাপী আমরা যে প্রভাব ফেলেছি তার জন্য একটি ক্ষুদ্র বিবরণ। এই দলের একটি অংশ হতে পেরে খুবই সৌভাগ্যবান এবং পরবর্তী জীবনে এটি এমন কিছু যা নিয়ে আমি অত্যন্ত গর্বিত হতে পারব।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here