ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে হ্যারিসদের তাতালেন বাবর আজম, পেপটকে কাজ হবে?
এমার্জিং এশিয়া কাপের হাই-ভোল্টেজ ফাইনালের আগে পাকিস্তান-এ দলকে পেপটকে উদ্দীপ্ত করলেন বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে বাবর আজমের নেতৃত্বধীন পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দল এই মুহূর্তে দ্বীপরাষ্ট্রে রয়েছে। এদিকে এমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে কলম্বোয়, যেখানে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন বাবররা।
সুতরাং, এই মুহূর্তে একই শহরে রয়েছে পাকিস্তানের সিনিয়র দল ও এ-দল। ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে বাবর আজম পৌঁছে যান এ-দলের টিম হোটেলে। সেখানে দীর্ঘ সময় কথা বলেন মহম্মদ হ্যারিসের নেতৃত্বাধীন পাকিস্তান-এ দলের ক্রিকেটারদের সঙ্গে।
চলতি এশিয়া কাপে পাকিস্তান দল মন্দ ক্রিকেট খেলেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একাধিক তারকাকে মাঠে নামিয়েও গ্রুপ লিগের ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় তাদের। সন্দেহ নেই সেই কারণেই ভারতের বিরুদ্ধে ফাইনালে মানসিকভাবে পিছিয়ে মাঠে নামবে পাকিস্তান-এ দল। বাবর আজম পাক ক্রিকেটারদের মানসিক জড়তা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন।
বাবরের টনিকে পাকিস্তান কতটা উদ্দীপ্ত হয়ে মাঠে নামবে, সেটা সময় বলবে। তবে ভারতের বিরুদ্ধে ফাইনালের লড়াই সহজ হবে না পাকিস্তানের। কেননা এই মুহূর্তে অত্যন্ত ছন্দবদ্ধ ক্রিকেট উপহার দিচ্ছে ভারতীয়-এ দল। আইপিএল খেলা একাধিক তারকা ভারতীয় দলে উপস্থিত রয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়নি এখনও কারও। তা সত্ত্বেও যশ ধুল, সাই সুদর্শন, নিশান্ত সিন্ধুরা প্রতি ম্যাচেই নিজেদের ক্ষমতাকে ছাপিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:- Emerging Asia Cup 2023: চালাকিতে বাজিমাত, ব্যাটার শট নেওয়ার আগে ফিল্ড পজিশন বদলে ক্যাচ ধরলেন রিয়ান পরাগ- ভিডিয়ো
ভারতের প্লাস পয়েন্ট:-
ক্যাপ্টেন যশ ধুল ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। রানের মধ্যে রয়েছেন সাই সুদর্শন, অভিষেক শর্মা, নিকিন জোসরা। ভারতের টপ অর্ডার ব্যাটাররাই দায়িত্ব নিয়ে ভারতকে জয়ের মঞ্চে বসিয়ে দিচ্ছেন। উইকেটের মধ্যে রয়েছেন নিশান্ত সিন্ধু, রাজবর্ধন হাঙ্গার্গেকর, মানব সুতাররা। যশ, নিশান্ত, হাঙ্গার্গেকররা যুব বিশ্বকাপে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালান এবং ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করান। সেই বোঝাপড়া এবার এমার্জিং এশিয়া কাপেও দেখা যাচ্ছে।
ভারতের নেগেটিভ পয়েন্ট:-
ব্যাট হাতে রংচটা দেখাচ্ছে রিয়ান পরাগকে। লোয়ার-মিডল অর্ডার কার্যত অপরীক্ষিত। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের ব্যাটিং ইউনিটকে আত্মবিশ্বাসী দেখায়নি।
আরও পড়ুন:- ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫০তম টেস্টে গাভাসকর যে রেকর্ড গড়েন, ১০০তম টেস্টে হুবহু সেই নজির গড়লেন কোহলি- চমকে দেওয়া মিল
পাকিস্তানের প্লাস পয়েন্ট:-
পাকিস্তান দলকে দু-একজন ক্রিকেটারের উপর নির্ভরশীল দেখাচ্ছে না। ব্যাট হাতে দায়িত্ব ভাগ করে নিচ্ছেন ওমর ইউসুফ, মহম্মদ হ্যারিস, কামরান গুলামরা। বোলিংয়েও মিলেমিশে উইকেট তুলছেন কাসিম আক্রম, আর্শাদ ইকবাল, শাহনওয়াজ দাহানিরা।
পাকিস্তানের নেগেটিভ পয়েন্ট:-
সতীর্থদের সামনে থেকে উদ্দীপ্ত করার মতো পারফর্ম্যান্স উপহার দিতে পারেননি কেউই। হ্যারিসদের মধ্যে ধারাবাহিকতার অভাব চোখে পড়ছে। মাঠে নামার আগেই প্রতিপক্ষকে দুশ্চিন্তায় ফেরতে পারেন, এমন পারফর্ম্যান্স উপহার দিতে পারেননি কেউই।
ফ্রিতে দেখা যাবে ফাইনাল:-
ভারত বনাম পাকিস্তান এমার্জিং এশিয়া কাপের ফাইনাল ম্যাচটির জন্য কোনও টিকিট মূল্য ধার্য করা হচ্ছে না। ক্রিকেটপ্রেমীরা বিনা পয়সায় স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন।
ভারতের স্কোয়াড:-
যশ ধুল (ক্যাপ্টেন), অভিষেক শর্মা (ভাইস ক্যাপ্টেন), সাই সুদর্শন, নিকিন জোস, প্রদোষ রঞ্জন পাল, রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, প্রভসিমরন সিং (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), মানব সুতার, যুবরাজসিং দোদিয়া, হর্ষিত রানা, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি ও রাজবর্ধন হাঙ্গার্গেকর।
পাকিস্তানের স্কোয়াড:-
মহম্মদ হ্যারিস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ওমর বিন ইউসুফ (ভাইস ক্যাপ্টেন), আমদ বাট, আর্শাদ ইকবাল, হাসিবউল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাসির খান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আক্রম, সাহেবজাদা ফারহান, সইম আয়ুব, শাহনওয়াজ দাহানি, সুফিয়ান মুকিব ও তায়েব তাহির।
For all the latest Sports News Click Here