‘ভারতের প্রতিটি রাজনৈতিক দল টিকিট দিতে চেয়েছে, আমিই ভিতর থেকে আওয়াজ পাইনি’
মনোজ বাজপেয়ী সেই কয়েকজন অভিনেতাদের মধ্যে পড়েন যারা সিনেমার মাধ্যমে রাজনৈতিক মতাদর্শ ফুটিয়ে তুলতে পিছ পা হন না। সাম্প্রতিক সময়ে একটি চ্যাটে, মনোজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার রাজনীতিতে যোগদানের কোনও পরিকল্পনা আছে কিনা এবং তাতে অভিনেতা প্রকাশ করেছেন যে বিগত ২৪ বছর ধরে তাঁকে অনেক দলই তাঁদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ডেকেছেন।
‘গত ২৪ বছর ধরে এরকম অফার আমি পাচ্ছি’, বলেন মনোজ এএনআই-কে। অভিনেতা জানিয়েছেন যে, ভারতের প্রতিটি রাজনৈতিক দল, (দক্ষিণের রাজ্যগুলি ছাড়া) তাকে এরকম প্রস্তাব দিয়েছে। তবে তিনি বিনীতভাবে সেগুলি প্রত্যাখ্যান করেছেন।
‘আমি কখনওই সেই অনুভূতি ভিতর থেকে পাইনি। দক্ষিণের দলগুলি ছাড়া প্রতিটি দলই আমার কাছে এসেছে। খুব বিনীতভাবে, আমি তাদের সবাইকে প্রত্যাখ্যান করেছি। এর একমাত্র কারণ হল আমি অভিনয় ছাড়া আর কিছু করতে চাই না’ , বলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতা। আরও পড়ুন: শার্ট থেকে ফুটে উঠেছে স্তনবৃন্ত, সুজয়প্রসাদকে ‘ব্রা’ কেনার প্রস্তাব শ্রীলেখার
মনোজ আরও বলেন, ‘এই জন্য আমি যখন কোনও ছুটিতে যাই না, ফিরে আসার জন্য উতলা হয়ে থাকি। কারণ আমাকে এসে চরিত্রগুলো নিয়ে কাজ করতে হবে। এর যে প্রক্রিয়াটা আছে সেটা আমি খুব উপভোগ করি।’ আরও পড়ুন: চোখরাঙানি আছে-থাকবে, তার মধ্যেই দিদার বাড়িতে সামাজিক বিয়ে JNU প্রাক্তনী স্বরার
কথার শেষে যোগ করেন, ‘এই উত্তেজনা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমি অন্য কোথাও চলে যাব। হতে পারে গ্রামে, হতে পারে পাহাড়ে।’
কাজের সূত্রে, খুব সম্ভবত দোলের দিনই আসবে ফ্যামিলি ম্যান সিজন ৩-এর ট্রেলার। ‘হ্যালো, সবাই কেমন আছেন? অনেকদিন হয়ে গেল। এবার আমার কথা মন দিয়ে শুনুন। এই দোলেই আপনার পরিবারের জন্য নিয়ে আসছি আমার পরিবারকে। সঙ্গে থাকুন।’, কয়েকদিন আগেই এই মর্মে একটা পোস্ট করেছিলেন তিনি।
মনোজ বাজপেয়ীকে শেষবার অভিমন্যু দাসানি এবং ধ্বনি ভানুশালির সঙ্গে একট মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে। এছাড়া তাঁকে আগামীতে একটি কোর্টরুম ড্রামা ‘বান্দা’ ছবিতে দেখা যেতে চলেছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here