ভারতের পিচে সব সময় যথেষ্ট পেস থাকে- অস্ট্রেলিয়ার ইনিংস ধ্বংস করে কী বললেন শামি?
ভারতের পিচে স্পিনারদের আধিপত্য সবসময়ই প্রত্যাশিত। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সবচেয়ে সফল বোলার ছিলেন মহম্মদ শামি। ভারতীয় দলের অভিজ্ঞ পেস তারকা বিশ্বাস করেন যে ভারতের পিচেও ফাস্ট বোলারদের অনেক সাহায্য করে। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে দলের পেসার মহম্মদ শামি চার উইকেট নিয়েছিলেন। এই কারণ অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৬৩ রানে গুটিয়ে গিয়েছিল। স্পিনার রবীন্দ্র জাদেজা ও আর অশ্বিন নিয়েছেন তিনটি করে উইকেট। ইনিংসের শুরুতে, মহম্মদ শামি ভালো লেন্থ এরিয়া লক্ষ্য করেছিলেন যা তাকে ডেভিড ওয়ার্নারকে আউট করতে সাহায্য করেছিল। ইনিংসের শেষের দিকে, শামি রিভার্স-বলে টেল-এন্ডার ন্যাথান লিয়ঁ এবং অভিষেক হওয়া ম্যাথিউ কুহনেম্যানের উইকেট শিকার করেন।
দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে মহম্মদ শামি বলেন, ‘ভারতের উইকেটে খুব একটা পার্থক্য দেখতে পাবেন না। আপনি যদি নতুন বলের সাহায্য নিতে পারেন তবে আপনি পুরানো বলের সঙ্গেও বিপরীত করতে পারেন। একজন ফাস্ট বোলার হিসেবে, ভারতীয় কন্ডিশনে প্রধান বিষয় হল আপনি কোন এলাকায় বল করবেন এবং আপনাকে আপনার গতি বজায় রাখতে হবে। সকালের সেশনে অস্ট্রেলিয়া রান করলেও এখানকার পিচ নাগপুর থেকে খুব একটা আলাদা নয়। তবে আমি সঠিক লাইন এবং লেন্থে বল করার চেষ্টা করেছি।’
মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ ঘরের পরিস্থিতিতে সমান বিপজ্জনক ছিলেন। আমরোহার ৩২ বছর বয়সী বোলার বিশ্বাস করেন যে ভারতে ফাস্ট বোলারদের সাফল্য ঘরোয়া ক্রিকেটে তাদের পারফরম্যান্স থেকে আসে। মহম্মদ শামি বলেন, ‘আমরা সকলেই ঘরোয়া ক্রিকেট খেলে আসি। সব ফাস্ট বোলারই ভালো করেছে এবং তারা জানে কী ভাবে ঘরের কন্ডিশনের সুবিধা নিতে হয়। এটা বলা ঠিক হবে না যে ভারতীয় কন্ডিশন শুধুমাত্র স্পিনার বা ফাস্ট বোলারদের সাহায্য করে।’
মহম্মদ শামি পিচ নিয়ে আরও বলেন, ‘এমনকি সম্প্রতি ঘরোয়া ক্রিকেটেও ফাস্ট বোলাররা ভালো করেছেন। ভারতের পিচে পেসারদের সফল হতে হলে, লাইনে ফোকাস থাকতে হবে এবং লেন্থ ও গতি বজায় রাখাতে হবে। এর মাধ্যমে আপনি সব ধরনের পরিস্থিতিতে সফল হবেন। ভারতীয় উইকেটে কিছু না কিছু ঘটবে, নইলে রিভার্স সুইং হবে।’ দুই প্রান্ত থেকে পিচ কেমন আচরণ করছে জানতে চাইলে তিনি বলেন, ‘খুব বেশি পার্থক্য নেই। ভারতীয় উইকেট একটু মন্থর কিন্তু ফাস্ট বোলারদের জন্য অনেক কিছু রয়েছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here