ভারতের কাছে হারতে লাইভ টিভিতে নিজেদের মধ্যে ‘খেয়োখেয়ি’ পাকিস্তানের ২ প্রাক্তনীর
শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপে পাকিস্তানের অভিযান খুব একটা ভালোভাবে শুরু হয়নি। ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেটে হারতে হয়েছে তাদের। শুক্রবার গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয়েছে হংকংয়ের। এই ম্যাচ কার্যত নক আউট ম্যাচ। যে জিতবে তারাই জায়গা করে নেবে নক আউটে। আর এমন আবহে পাক পেসার হ্যারিফ রউফকে নিয়ে লেগে গেল দুই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের। প্রকাশ্যেই ‘তু তু ম্যায় ম্যায় তে’ জড়িয়ে পড়লেন তারা।
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ নিয়ে জিও সুপার টিভিতে এক বিতর্কের আয়োজন করা হয়েছিল। সেখানেই হ্যারিফ রউফকে নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন প্রাক্তন পেসার আকিভ জাভেদ এবং সিকান্দার ভকত। সিকান্দার মন্তব্য করেন নাসিম শাহ ভালভাবে ইয়র্কার বল করতে পারলেও হ্যারিস রউফ ইয়র্কার বোলিং করতে একেবারেই পারেনি।
২০১৮ সাল থেকেই হ্যারিস রউফকে দেখছেন আকিভ জাভেদ। বলা ভালো পিএসএলে তার তত্ত্বাবধানে হ্যারিস রউফ যথেষ্ট উন্নতি ঘটিয়েছেন। আকিভ বলেন ‘ও (হ্যারিস) দুটো মাত্র খারাপ বল করেছে। তবে এটা বলতে হবে পিচে বেশ ঘাস ছিল। এখানে সেরা বল হল গুড লেন্থ বোলিং করা। তবে আমরা দেখেছি আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতকে। আমাদের তিনজন বোলার এবং উইকেট রক্ষককে ক্র্যাম্পের সঙ্গে লড়াই করতে হয়েছে। তারা যখন এইভাবে ক্র্যাম্পে আক্রান্ত তখন আপনি কীকরে আশা করতে পারেন তারা সেরাটা দেবে? এটা আপনার খাবার এবং কতটা জল খাচ্ছেন তার উপর নির্ভর করে।’
এরপরেই সিকান্দার প্রশ্ন করেন ‘হ্যারিসও কি ক্র্যাম্পে আক্রান্ত? আমি কিন্তু হ্যারিসকে নিয়েও বলছি। কারণ ইয়র্কারটা ও ভালো বল করতে পারে। তবে ও উত্তেজিত হয়ে শর্ট অফ লেন্থ বল করে। ও তো তোমাদের কথা মন দিয়ে শোনে।’
এর উত্তরে আকিভ জাভেদের স্পষ্ট স্বীকারোক্তি পাকিস্তান শুধুমাত্র বোলিংয়ের কারণে হারেনি। তারা শারীরিকভাবেও হেরেছে। ওরা যে ক্র্যাম্প সমস্যায় ভুগেছে সেটা আমি আগেই বলেছি। ব্যাটিং অর্ডার বাবর, রিজওয়ান, ফখর জামানের উপর অতিরিক্ত নির্ভরশীল। ওরা তাড়াতাড়ি আউট হলে পরের ব্যাটাররা আর পুরো ওভার খেলতে পারে না।’ এর উত্তরে সিকান্দার একটু খোঁচা দেওয়ার সুরেই বলেন ‘আগামী ম্যাচ যখন ভারতের বিরুদ্ধে থাকবে তখন ওকে একটু ফোন কর। ও তোমার (আকিভ জাভেদের) কথা বেশিই শোনে।’
For all the latest Sports News Click Here