ভারতের অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচ মহেশ গাউলি,কাজ করবেন সিনিয়র দলের সহকারী হিসেবে
বড় দায়িত্ব পেলেন মহেশ গাউলি। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন সম্মুগম বেঙ্কটেশ। তাঁর জায়গায় ভারতের অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচ হলেন আর এক প্রাক্তন ফুটবলার মহেশ গাউলি।
রবিবার আইএম বিজয়নের নেতৃত্বাধীন সর্বভারতীয় ফুটবল সংস্থার টেকনিক্যাল কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কিছু দিন আগেই পদত্যাগপত্র পাঠিয়েছিলেন বেঙ্কটেশ। তা গৃহীত হয়েছে। বেঙ্কটেশের জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন তারকা ফুটবলারের হাতে। অনূর্ধ্ব-২০ দলকে কোচিং করানোর পাশাপাশি ভারতের সিনিয়র দলের সহকারী কোচ হিসেবেও কাজ করবেন গাউলি।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে টানা ৭ নম্বর ডার্বি জিতল এটিকে মোহনবাগান
এ দিকে, কেন্দ্রীয় সরকার এবং এআইএফএফের সঙ্গে এ দিনই মৌ চুক্তি সই করল ফিফা। ফিফা চাইছে, ভারতে ফুটবল স্কুলস প্রোগ্রাম শুরু করতে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেওছেন, ‘বিশ্বের সেরা ফুটবলাররা ভারত থেকে উঠে আসুক এটাই আমরা চাই। প্রতিভা খুঁজে বের করাই আমাদের প্রধান কাজ।’
আরও পড়ুন: বিদ্যুৎ বিভ্রাট নিজামের শহরে, কলকাতায় পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি
এ দিকে মহিলা এবং পুরুষদের ফুটবলে বেমবেম দেবী এবং হরজিন্দর সিংকে ফুটবলার খোঁজার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে টেকনিক্যাল কমিটি। টেকনিক্যাল ডিরেক্টর পদের জন্য তিন জনের নাম প্রস্তাব করা হয়েছে। তাঁরা হলেন বিবেক নাগুল, হিলাল রসুল এবং সন্তোষ কাশ্যপ।
এর বাইরে আলোচনা হয়েছে যুব লিগ নিয়ে। দেশের বিভিন্ন মাঠে ডিসেম্বর মাসে সেটি আয়োজন করা হতে পারে। যে সব রাজ্যে যুব লিগ শেষ হয়েছে তারা দু’টি করে দল মনোনীত করতে পারে।
For all the latest Sports News Click Here