ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে জীবনে নতুন ইনিংসের জুটি বাঁধলেন ম্যাক্সওয়েল
নতুন ইনিংস শুরু করলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সে কারণেই ২০২২ সালের আইপিএল মরশুমের প্রথম কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারবেন না। এই খবর শুনে ভক্তরা অবশ্যই চমকে যাবেন।তবে এই বিষয় নিয়ে ম্যাক্সওয়েল আপাতত খুশি। কারণ শেষ পর্যন্ত চার হাত এক হল‘ভিনিগ্লেন’ জুটির। জীবনের ইনিংসে ভিনি রমনের সাথে নতুন জুটি বাঁধলেন গ্লেন ম্যাক্সওয়েল।১৮মার্চ শুক্রবার হোলির দিন থেকে শুরু হল এক সঙ্গে পথ চলা।
ম্যাক্সওয়েল বিয়ে করেছেন ভিনি রমনকে। ভিনি রমন এক তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। চেন্নাইয়ে তাঁদের বাড়ি রয়েছে। কিন্তু তাঁর জন্ম ম্যাক্সওয়েলের দেশেই। বর্তমানে ভিনি পেশায় একজন ফার্মাসিস্ট। দুজনেই দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রামন সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিতে দুজনকে দেখা যাচ্ছে। দুজনের সাক্ষাতের অনেক ছবিই অনেকদিন ধরেই শিরোনামে রয়েছে। এমনকি সাম্প্রতিক সময়ে দুজনকেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যায়।
গত মরশুম থেকে আরসিবিতে খেলছেন ম্যাক্সওয়েল। পঞ্জাব কিংসের হয়ে খেলার সময় সে ভাবে সাফল্য পাচ্ছিলেন না। অনেক টিমই তাঁকে নিয়ে আগ্রাহ হারাচ্ছিল। সেখান থেকে বিরাটের টিম তাঁকে তুলে নেয়। সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটা প্রমাণ করে দিয়েছেন ম্যাক্সওয়েল। ১৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫১৩ রান। এ বারও তেমনই আগ্রাসী মেজাজে খেলতে চাইছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। তবে বিয়ের জন্য তিনি আইপিএল শুরু হওয়ার কিছুটা পরেই দলের সঙ্গে যোগ দেবেন।
For all the latest Sports News Click Here