ভারতীয় দলে পছন্দের জায়গায় ব্যাটিং নাও মিলতে পারে, বার্তা সঞ্জুর
এশিয়া কাপে ঋষভ পন্তের খারাপ পারফরম্যান্স দেখার পর থেকেই সঞ্জু স্যামসনকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর দাবী উঠেছিল। যদিও ভারতীয় দলের নির্বাচকরা ঋষভ পন্তের উপরই ভরসা রেখেছেন। এ বারের বিশ্বকাপের দলে সঞ্জু স্যামসনের জায়গা হয়নি। তবে তিনি প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে মরিয়া।
বরাবরই সঞ্জু স্যামসনের ব্যাটিং নিয়ে বলা হয়ে থাকে, তিনি ওয়ান ডাইমেনশনাল ক্রিকেটার। অবশেষে সেটা নিয়ে মুখ খুলেছেন এই তারকা ক্রিকেটার। তাঁর দাবি, দলের স্বার্থে যে কোনও পজিশনেই খেলতে পারেন তিনি। এবং সে ভাবেই তিনি নিজেকে তৈরি করেছেন।
সঞ্জু এই মুহূর্তে ভারতীয়-এ দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন। তিনি দাবি করেছেন যে, নিজেকে এমন ভাবে তৈরি করেছেন, তাঁকে কেউ ওয়ান ডাইমেনশনাল প্লেয়ার বলতে পারবেন না। তবে ড্যাশিং কেরালার উইকেটরক্ষক-ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট মিস করার পরে এ কথাও ভালো ভাবেই টের পেয়েছেন, জাতীয় দলের ১৫ জনের মধ্যে জায়গা করে নেওয়া আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং।
আরও পড়ুন: T20 বিশ্বকাপের দলে জায়গা হয়নি, ভারতীয়-এ দলের ক্যাপ্টেন করে সান্ত্বনা স্যামসনকে
সঞ্জু বলেছেন, ‘বিভিন্ন জায়গায় যাতে ব্যাটিং করতে পারি, তার জন্য আমি অনেক বছর ধরে কাজ করেছি। আমি যে কোনও জায়গায় ব্যাটিং করতে আত্মবিশ্বাসী।’ স্যামসন বিশ্বাস করেন যে, সফল হতে হলে নমনীয় হতেই হবে। তিনি দাবিও করেছেন, ‘আপনার নিজের জন্য নির্দিষ্ট একটি জায়গা ঠিক করে নেওয়া উচিত নয়। কখনও-ই বলা ঠিক নয় যে, আমি একজন ওপেনার, বা আমি একজন ফিনিশার। গত তিন-চার বছরে, বিভিন্ন পজিশনে এবং বিভিন্ন রোলে খেলেছি। যা আমার খেলায় অন্য মাত্রা যোগ করেছে।’
আরও পড়ুন: T20 বিশ্বকাপের সঞ্জুকে ভাবনায় রাখেননি দ্রাবিড়রা, মন্তব্য প্রাক্তন তারকার
২৭ বছরের তারকা, যিনি এখনও পর্যন্ত ৭টি ওয়ানডে এবং ১৬টি টি-টোয়েন্টিতে খেলেছেন। তিনি দাবি করেছেন, ভারতীয় দলে জায়গা পাওয়া চ্যালেঞ্জিং এবং প্রচুর প্রতিযোগিতা রয়েছে। তাঁর মতে, ‘এটা সত্যিই চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। ভারতীয় দলে জায়গা পাওয়া সত্যিই কঠিন। চারপাশে অনেক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এমন কী এখন দলে থাকা খেলোয়াড়দের মধ্যেও মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তবে লড়াইয়ে থাকতে নিজের উপর ফোকাস করা গুরুত্বপূর্ণ।’
বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে তিনটি লিস্ট এ ম্যাচে ভারত এ-কে নেতৃত্ব দেবেন স্যামসন। তার আগে স্যামসনের দাবি, ‘আমি যে ভাবে পারফর্ম করছি তাতে আমি খুশি। আমি উন্নতি করতে চাই। আমাদের দলে ক্রিকেটারদের মান অবিশ্বাস্য। তাই এটি প্রত্যেককে উন্নতি করতে, এবং নিজেদের অন্য স্তরে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা নিজেরাই নিজেদেরকে চ্যালেঞ্জ করতে থাকি। আমরা যখনই সুযোগ পাই তখনই পারফর্ম করার চেষ্টা করি। এই ম্যাচগুলি (ভারতীয় এ দলের ম্যাচ) সত্যিই গুরুত্বপূর্ণ। একটি এ দলের হয়ে ম্যাচ এবং আন্তর্জাতিক খেলার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। প্রতিযোগিতা প্রায় একই রকম। তাই সুযোগগুলি ব্যবহার করা গুরুত্বপূর্ণ।’
For all the latest Sports News Click Here