ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের সমস্যা মেটাতে পারেন কে? নাম জানালেন আকাশ চোপড়া
শুভব্রত মুখার্জি: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করেন ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের সমস্যা সমাধান করতে পারেন ময়াঙ্ক আগরওয়াল। উল্লেখ্য সদ্য শেষ হওয়া মুম্বই টেস্টে ব্যাট হাতে খুব ভাল ফর্মে ছিলেন তিনি। প্রথম ইনিংসে ওপেন করতে নামা ময়াঙ্ক ১৫২ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন। দ্বিতীয় ইনিংসেও তিনি গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেন। পিচ যদিও ব্যাটিংয়ের পক্ষে যথেষ্ট কঠিন ছিল। বল পিচে পরে স্পিন করছিল। তবে তাঁর এই দুটি ইনিংসের পরেই আকাশ চোপড়া মনে করেন টেস্টে ভারতীয় দলের মিডল অর্ডারের সমস্যা দূর করার আদর্শ ব্যাটার এই মুহূর্তে ময়াঙ্ক।
যে ধৈয্যের সাথে ওয়াংখেড়েতে শতরান করেছিলেন ময়াঙ্ক, তাতে করে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে মিডল অর্ডারে খেলানোর চিন্তা ভাবনা করতেই পারে বলে মনে করেন আকাশ চোপড়া। তাঁর মতে, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে স্পিনের বিরুদ্ধে অন্যতম সেরা ব্যাটার ময়াঙ্ক।
আকাশ চোপড়া এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটে তাঁর কলমে লেখেন, ‘নিউজিল্যান্ডের পেসারদের বিরুদ্ধে ময়াঙ্ক আগরওয়াল দেখেশুনে খেলা শুরু করেছিলেন। ওঁর ফুট মুভমেন্ট এবং শট সিলেকশন ছিল দর্শনীয়। স্পিনাররা বোলিং শুরু করার পরেই তিনি নিজের ‘এ’ গেম খেলা শুরু করেন। ময়াঙ্ক স্পিন বোলিং দক্ষতার সঙ্গে খেলেন। ওঁর ডিফেন্সিভ টেকনিক এবং ওঁর স্ট্রোকপ্লে দু’টোই অসাধারণ। শর্টপিচ ডেলিভারির ক্ষেত্রে ওঁর টেকনিক বেশ ভালো। পেসের বিরুদ্ধে ময়াঙ্ক নিজের টেকনিক আর একটু উন্নতি ঘটালেই, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হতে পারে। আমি মনে করি, এই জায়গায় দাঁড়িয়ে ভারত ওকে মিডল অর্ডারে ব্যবহার করার চিন্তাভাবনা করতে পারে।’
For all the latest Sports News Click Here