ভারতীয় ক্রিকেটারের চরিত্রে পর্দায় শ্রেয়স তলপেড়ে, জানেন কি কে এই ক্রিকেটার
হালে নানা কারণে আলোচনায় অভিনতা শ্রেয়স তলপেড়ে। প্রথম কারণ, সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘পুষ্পা’। এই ছবির হিন্দি সংস্করণে নায়কের কণ্ঠে সব সংলাপ শ্রেয়সের বলা। তাঁর বলা সংলাপ বিপুল জনপ্রিয়তা পেয়েছে সব মহলেই। ফলে তাঁকে নিয়ে মাতামাতি চলছেই সোশ্যাল মিডিয়াতে। এর পাশাপাশি উঠে এসেছে আরও একটি কারণ। আবার এক ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রেয়স। কে এই ক্রিকেটার?
এর আগেও এক ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রেয়স। সেই ‘ইকবাল’ ছবিতে তাঁর অভিনয় সমালোচক থেকে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। বহু বছর বাদে আবার একই ধরনের চরিত্রে ফিরে আসছেন তিনি। ভারতীয় এক ক্রিকেটারের বায়োপিকে তিনি অভিনয় করতে চলেছেন।
এই ক্রিকেটারের নাম প্রবীণ তাম্বে। কে এই প্রবীণ তাম্বে? মজার কথা, ছবিটির নামও এটিই। ‘কৌন প্রবীণ তাম্বে’। ছবিটি এপ্রিল মাসের গোড়ায় ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই তার পোস্টার মুক্তি পেয়েছে। সেটি নিয়েও আলোচনা কম নয়।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শ্রেয়স জানিয়েছেন, ‘১৭ বছর পরে আবার এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের। পর্দায় প্রবীণ তাম্বের ভূমিকায় অভিনয় করতে পেরে খুবই গর্ব বোধ হয়েছে। যে গল্প আমায় শোনানোন হয়েছিল, সেটি শুনেই দারুণ লাগে। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই এই ছবিতে অভিনয় করতে।’
শ্রেয়স ছাড়াও এই ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশিস বিদ্যার্থী, অঞ্জ
For all the latest entertainment News Click Here