ভারতীয় সিনিয়র দলের নির্বাচক পদে ধোনি-বীরু-সচিনের আবেদনপত্র, রহস্য ভেদ করল BCCI
শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের জন্য আবেদন জানালেন মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেহওয়াগ, সচিন তেন্ডুলকররা! চমকের এখানেই শেষ নয়। সচিনদের পাশাপাশি নাকি বিসিসিআইয়ের কাছে নির্বাচক হতে চেয়ে আবেদন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকও! বিসিসিআইয়ের অফিসিয়াল ইমেল আইডি খুলে তো কিছুক্ষণের জন্য চোখ কপালে উঠেছিল কর্মকর্তাদের! তবে কিছুক্ষণের মধ্যেই তাঁদের ভূল ভাঙে। তাঁরা বুঝতে পারেন, কেউ বা কারা মজা করতেই এমন কাজ করেছে। একাধিক স্প্যাম অর্থাৎ ভুয়ো ইমেল আইডি ব্যবহার করে এমন সব আবেদনপত্র পাঠানো হয়েছে বিসিসিআইয়ের কাছে।
আরও পড়ুন: আমার সঙ্গেও এমনটা হয়েছে, দলের প্রয়োজন মেনে নিতেই হয়- কুলদীপের বাদ প্রসঙ্গে উমেশ
বিসিসিআই তাঁদের পাঁচ সদস্যের নির্বাচক কমিটির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই পদের জন্য ৬০০টি আবেদনপত্র তাঁদের কাছে এসে পৌঁছেছে। তার মধ্যেই সচিন, ধোনিদের আবেদনপত্র। কেউ বা কারা বিসিসিআইয়ের সঙ্গে মজা করতে এমন ঘটনা ঘটিয়েছেন বলেই পরে জানা যায়। সচিন,ধোনি ,সেহওয়াগের পাশাপাশি ইনজামামের নাম করে ভুয়ো আবেদন করা হয়েছে। উল্লেখ্য বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির তরফে জানানো হয়েছে, তারা এই পদের জন্য ১০ জনকে বেছে নেবেন। ৫টি হাই প্রোফাইল পদের জন্য বাছা হবে ১০ জনকে।
আরও পড়ুন: ১২ বছরের তপস্যার শেষে প্রথম টেস্ট উইকেট উনাদকাটের,দেখুন সেই আবেগঘন মুহূর্ত
বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘আমরা ৬০০ আবেদনপত্র পেয়েছি। যার মধ্যে বেশ কিছু ভুয়ো আবেদনপত্র রয়েছে। ধোনি, বীরেন্দ্র সেহওয়াগ, সচিন তেন্ডুলকর এমন কী ইনজামাম উল হকের নামেও এসেছে আবেদনপত্র। যাঁরা এ সব করেন, তাঁরা বিসিসিআইয়ের সময় নষ্ট ছাড়া আর কিছু করছেন না। উপদেষ্টা কমিটি ১০ জনকে প্রাথমিকভাবে বেছে নেবে। তার মধ্যে থেকে চূড়ান্ত পাঁচ জনকে বাছা হবে। খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’ উল্লেখ্য, সম্প্রতি বিসিসিআইয়ের তরফে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে সরিয়ে দেওয়া হয়েছে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হারের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে।
For all the latest Sports News Click Here