ভারতীয় বংশোদ্ভূত ওপেনারের শতরানের সুবাদেই ওমানের বিরুদ্ধে ৩৬২ রান করল ডাচেরা
বিশ্বকাপের কোয়ালিফায়ারে ওমানের বিরুদ্ধে ৩৬২ রানের পাহাড় গড়েছে নেদারল্যান্ডস। আর এই ম্যাচে ১০৯ বলে ১১০ রান করে ডাচদের ভিত মজবুত করে দেন ভারতীয় বংশোদ্ভূত বিক্রমজিৎ সিং।
নেদারল্যান্ডস ব্যাটিংয়ে অন্যতম ভরসা বিক্রমজিৎ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন। তবে নজর কাড়তে পারেননি। এবার বিশ্বকাপের কোয়ালিফায়ারে ওডিআই ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকালেন বিক্রমজিৎ।
বিশ্বকাপের কোয়ালিফায়ার থেকে দু’টি দল যোগ দেবে টুর্নামেন্টের মূল পর্বে। ইতিমধ্যে শ্রীলঙ্কা মূল পর্বে পৌঁছে গিয়েছে। জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডের মধ্যে চলছে আর একটি জায়গা দখলের লড়াই। তবে ডাচেদের আশা খুবই ক্ষীণ। তবু তারা লড়াই করছে। আর এই লড়াইয়ে বড় ভূমিকা নিয়েছেন ভারতের পঞ্জাবের ছেলে বিক্রমজিৎ।
আরও পড়ুন: টানা ১০০ টেস্ট খেলার পরেই থামল লিয়নের দৌড়, বদলে হেডিংলেতে খেলবেন ভারতে অভিষেক হওয়া অজি স্পিনার
ইন্দিরা গাঁধীকে হত্যা করেছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। সেই ঘটনার পর পঞ্জাবে হিংসার ঢেউ আছড়ে পড়েছিল। নিজের পরিবারকে রক্ষা করার জন্য বিক্রমজিতের ঠাকুর্দা খুশি চিমা ১৯৮৪ সালের ডিসেম্বরের ঠান্ডার রাতে জলন্ধর সীমান্তের কাছে চিমা খুর্দের গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। পরে তাঁরা নেদারল্যান্ডে স্থানান্তরিত হন। তখন থেকেই নেদারল্যান্ডসে রয়েছে বিক্রমজিতের পরিবার।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেই কোহলি-দ্রাবিড়রা মাতলেন বিচ ভলিতে, ক্যামেরাম্যান ইশান কিষাণ- ভিডিয়ো
২০ বছরের বিক্রমজিৎ নেদারল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলছেন। বিক্রমজিৎ তার বাঁ-হাতি ব্যাটিং শৈলীর জন্য শিরোনামে উঠে এসেছেন। সোমবার জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে ওমানের বিপক্ষে মাত্র ১০৯ বলে ১১টি চার এবং দু’টি ছক্কার সাহায্যে ১১০ রান করেছেন বিক্রমজিৎ।
১৫ বছর বয়সে বিক্রমজিৎ নেদারল্যান্ডস ‘এ’ দলে জায়গা করে নেন এবং এর দু’বছর পরে তিনি সিনিয়র দলে সুযোগ পান। চণ্ডীগড়ের ইউনিয়ালের গুরুসাগর ক্রিকেট অ্যাকাডেমিতেও নিজেকে ঝালিয়েছেন বিক্রমজিৎ। পাশাপাশি ভারতে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। আমস্টারডামের একটি ক্লাবের হয়ে খেলা ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার তারুয়ার কোহলির সঙ্গেও প্রশিক্ষণ নিয়েছেন বিক্রমজিৎ। ক্রিকেটে নিজের দক্ষতা বাড়াতে ২০১৫, ২০১৬, ১০১৯ এবং ২০২০ সালে ভারতে প্রসিক্ষণ নিয়েছেন।
বিক্রমজিৎ ছাড়াও এদিন ওয়েসলি বেরেসি ৬৫ বলে ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র তিন রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করেন। ব্যাস ডি’লিড এবং সাকিব জুলফিকর যথাক্রমে ৩৯ এবং ৩৩ রান করেছেন। এছাড়াও ওপেন করতে নেমে ম্যাক্স ও’দাউদ ৩৫ রান করেন। ৪৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬২ রান করেন নেদারল্যান্ডস। ওমানের হয়ে তিন উইকেট নিয়েছেন বিলাল খান। ২ উইকেট নিয়েছেন মহম্মদ নাদিম।
For all the latest Sports News Click Here