ভারতীয় ফুটবলে জেরার্ড পিকে! ইন্টার কাশীর হাত ধরে ভারতে ফিরল অ্যাটলেটিকো মাদ্রিদ
ভারতীয় ফুটবলে ফিরল অ্যাটোলেটিকো ডি মাদ্রিদ। তবে ‘এটিকে’ নাম আর থাকল না। বরং কলকাতার কনগ্লোমারেটের সহযোগী হিসেবে ‘ইন্টার কাশী’-র সঙ্গে যুক্ত হল স্প্যানিশ ফুটবলের ‘জায়েন্ট’। অ্যাটোলেটিকোর পাশাপাশি ইন্টার কাশীর সঙ্গে হাত মিলিয়েছে অ্যান্ডোরার ক্লাব ইন্টার এসকালডেস এবং স্পেনের ক্লাব এফসি অ্যান্ডোরা। স্পেনের বিশ্বকাপজয়ী তারকা তথা বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ জেরার্ড পিকের হাতে যে ক্লাবের মালিকানার একাংশ আছে। সেই বিদেশি যোগ থাকলেও উত্তরপ্রদেশের বারাণসীর মানুষের কাছে নেহাত কম গর্বের হবে না ইন্টার কাশী। কারণ ইন্টার কাশীই হল বারাণসী থেকে জাতীয় পর্যায়ের প্রথম পেশাদার ফুটবল ক্লাব। যে দল আপাতত সরাসরি আই লিগে খেলার জন্য ঝাঁপাচ্ছে। সেই লক্ষ্যপূরণ হবে কিনা, তা জুলাইয়ের প্রথম সপ্তাহে জানা যাবে। তবে সেই ফলাফলের অপেক্ষায় বসে নেই ইন্টার কাশী। ইতিমধ্যে স্প্যানিশ কোচ তথা জামশেদপুর এফসির প্রাক্তন কোচ কার্লোস সান্তোমেরিকে হটসিটে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Mohun Bagan’s Asian Dream: টাকার অভাব হবে না, মোহনবাগানকে এশিয়ার সেরা করতে ‘ফ্রি-হ্যান্ড’ দিলেন গোয়েঙ্কা!
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইন্টার কাশীর আত্মপ্রকাশ করা হয়েছে। প্রকাশ করা হয়েছে লোগোও। যে লোগো দেখে অনেকের ধারণা, বারাণসী থেকে হওয়ায় লোগোর মধ্যে শিবের তিলক ব্যবহার করা হয়েছে। সেই নয়া দল আত্মপ্রকাশ করার পর অ্যাটলেটিকোর তরফ বলা হয়েছে, ‘আরডিবি গ্রুপ অফ কোম্পানিসের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ভারতীয় ফুটবলে ফিরতে পেরে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ অত্যন্ত উচ্ছ্বসিত।’
আরও পড়ুন: ভারতের রোনাল্ডো হয়ে উঠতে পারে ছাংতে- কুয়েত ম্যাচের আগে HT-কে বললেন স্টিম্যাচ
কীভাবে ইন্টার কাশীকে সাহায্য করবে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ?
স্প্যানিশ ক্লাবের তরফে জানানো হয়েছে, ফুটবল সংক্রান্ত যে কোনও বিষয় এবং টেকনিকাল ক্ষেত্রে যাবতীয় সাহায্য করবে মাদ্রিদের ক্লাব। সেইসঙ্গে তৃণমূল স্তর থেকে খেলোয়াড় তুলে আনার জন্য অ্যাকাডেমি গড়ে তোলা হবে। সেই অ্যাকাডেমির মাধ্যমে উত্তরপ্রদেশ তো বটেই, ভারতীয় ফুটবলে সার্বিক, প্রভাবশালী পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শীঘ্রই ‘অ্যাটলেটিকো ডি ভারত’ (Atletico de Bharat) নামে একটি অ্যাকাডেমি চালু করা হবে। যে অ্যাকাডেমির মাধ্যমে ভবিষ্যতের তারকা তুলে আনা হবে বলে আশাপ্রকাশ করেছে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ।
এমনিতে মাসকয়েক আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে জানানো হয়েছে, সরাসরি আই লিগে খেলার জন্য সরাসরি বিড করেছে পাঁচটি সংস্থা। যে তালিকায় আছে ইন্টার কাশীও (তখন অবশ্য সরকারিভাবে নাম জানানো হয়নি)। সেই দরপত্রের ভিত্তিতে দল মিলবে কিনা, তা জুলাইয়ের প্রথম সপ্তাহে জানা যাবে।
For all the latest Sports News Click Here