ভারতীয় দলের ক্যাপ্টেকে তিন বছরের চুক্তিতে দলে নিল ইস্টবেঙ্গল! সঙ্গে এলেন গুরনাজ
East Bengal Transfer: ব্লু কোল্টসের জুটি ভ্যানলালপেকা গুইতে এবং গুরনাজ সিং গ্রেওয়াল একাধিক বছরের চুক্তিতে নিজেদের দলে নিল ইস্টবেঙ্গল এফসি। এরফলে লাল হলুদ তাদের অনূর্ধ্ব ১৭ কোটার দুই ফুটবলারকে তুলে নিয়ে দল বদলের কাজটা অনেকটাই সম্পন্ন করেছে। ইস্টবেঙ্গল এফসি ভারতের অনূর্ধ্ব ১৭ মিডফিল্ডার ভ্যানলালপেকা গুইতে এবং গুরনাজ সিং গ্রেওয়ালের সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে। এরফলে এই যুগলকে আসন্ন মরশুমে বিখ্যাত লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে।
দল বদলের এই ঘটনাগুলি ট্র্যাক করা একটি সূত্র 90ndstoppage-কে জানিয়েছে, ‘গুইতে এবং গুরনাজের স্বাক্ষর সম্পন্ন করার পরে ইস্টবেঙ্গল ক্লাব তিন বছরের চুক্তিগুলি সম্পূর্ণ করার জন্য দ্রুত কাজ করছে।’ গুইতে, অনুর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অনুর্ধ্ব ১৭ দলের অধিনায়ক ছিলেন। যেখানে তাঁকে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP) হিসাবে মনোনীত করা হয়েছিল। এই টুর্নামেন্টে ব্লু কোল্টস ফাইনালে নেপালকে হারিয়ে তাদের রেকর্ড চতুর্থ শিরোপা জিতেছিল। ১৬ বছর বয়সি এই তারকা ফুটবলার প্রধানত মাঝ মাঠে খেলেন। ১০ নম্বর হিসাবে কাজ করতে ভালোবাসেন এবং ভারতের আক্রমণকে পিছন থেকে চালনা করে। বলা যেতে অনুর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ ভারতীয় দলের আসল শক্তি ছিলেন গুইতে।
গুইতে হলেন মিজোরামের তারকা তরুণ ফুটবলার। ক্লাব পর্যায়ে আইজল এফসির সঙ্গে একটি প্রাথমিক চুক্তি ছিল তাঁর। ২০০৬ সালের অক্টোবরে জন্মেছিলেন গুইতে। ফলে মাত্র ১৬ বছরের এই তরুণকে দলে নিয়ে নিজেদের শক্তি বেশ বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। এছাড়াও তরুণ ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে গুইতের। সঠিক সুযোগ পেলে নিশ্চই নিজেকে তুলে ধরতে পারে গুইতে তবে এখন প্রশ্ন হল লাল হলুদে বড়দের ভিড়ে সুযোগ পাবেন তো গুইতে।
অন্যদিকে একই প্রশ্ন গুরনাজের জন্যেও করা হচ্ছে। গুরনাজ সিং গ্রেওয়াল হলেন বহুমুখী মিডফিল্ডার। সম্প্রতি বিবিয়ানো ফার্নান্দেসের অধীনে ব্লু কোল্টসের হয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি। ১৬ বছর বয়সি দলে ৬ বা ৮ নম্বর হিসাবে কাজ করতে পারেন। গুরনাজ এই জায়গায় বেশ স্বাচ্ছন্দ্য মনে করে থাকেন। গুরনাজ হলেন পঞ্জাবের ছেলে। চণ্ডিগড় ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছে সে। ভারতীয় দলের জার্সি গায়ে মাঝ মাঠে নিজের জায়গা পাকা করেছিল সে। গুইতে ও গুরনাজের জুটি দারুণ পারফর্ম করেছিল।
এবার ভারতীয় রুণ দলের দুই তারকাকে তুলে বাজি অনেকটাই এগিয়ে গেল ইস্টবেঙ্গল। উভয় চুক্তি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে, রেড এবং গোল্ড ব্রিগেড ভারতের সেরা কিছু প্রতিভা পেয়ে তাদের স্কোয়াডকে শক্তিশালী করে তুলেছে। কলকাতার জায়ান্টদের ভবিষ্যত এই মুহূর্তে বেশ উজ্জ্বল দেখাচ্ছে, কারণ তারা ইতিমধ্যেই তাদের রিজার্ভ ও ডেভেলপমেন্ট স্কোয়াডকে বেশ শক্তিশালী করে তুলেছে এবং তারা সারা দেশ থেকে আরও বেশ কিছু তরুণ প্রতিভা তুলে এনেছে।
For all the latest Sports News Click Here