ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা, এতে অবাক হওয়ার কিছু নেই: গাভাসকর
শুভব্রত মুখার্জি: ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করেন যেহেতু ভারতীয় সিনিয়র দলের হয়ে তিন ফর্ম্যাটে রোহিত শর্মার জায়গা নিশ্চিত তাই টেস্ট দলের অধিনায়ক হিসেবে রোহিতের নির্বাচন আশ্চর্যের নয়। অন্ততপক্ষে সুনীল গাভাসকর মনে করেন রোহিতের সিনিয়র টেস্ট দলের অধিনায়ক হওয়াতে অবাক হওয়ার কিছু নেই। প্রসঙ্গত শনিবারেই ভারতীয় সিনিয়র দলের প্রধান নির্বাচক চেতন শর্মা আসন্ন শ্রীলঙ্কা সফরকে মাথায় রেখে ভারতের টি-২০ এবং টেস্ট স্কোয়াডের ঘোষণা করেছে। সেখানেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রোহিতের নাম।
প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরপরেই ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। টেস্টে রোহিত শর্মার অধিনায়কত্ব পাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে গাভাসকর জানিয়েছেন ‘তিনটি ফর্ম্যাটেই ভারতীয় দলে রোহিতের জায়গা পাকা। নির্বাচকরা যখন নিজেদের মধ্যে মিটিংয়ে বসে তখন তারা এটা নজর রাখে প্রতিটি ফর্ম্যাটে কোন ক্রিকেটারের জায়গা নিশ্চিত। সেখানে প্রথমেই নাম উঠে আসে রোহিত শর্মা, বিরাট কোহলির। ওদের দুজনের মধ্যে বিরাট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে। ফলে অধিনায়ক রোহিত শর্মা হবে এটাই স্বাভাবিক। এটা সারপ্রাইজ হওয়ার কিছু নেই।’
এখন পর্যন্ত তার চোখে দেখা অধিনায়ক রোহিতের বিশ্লেষণ করতে গিয়ে গাভাসকর বলেন ‘যেভাব ও গোটা দলটা পরিচালনা করছে। যেভাবে একের পর এক ক্রিকেটারকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি কখনও এটা বলছি না আগে নতুনদের সুযোগ দেওয়া হত না। সেটা বললে খুব ভুল বলা হবে। আমি ড্রেসিংরুমের অন্দরমহলের কথা জানি না। তবে যেভাবে রোহিত জনসমক্ষে কথা ভলে আমি নিশ্চিত দলের প্রতিটি ক্রিকেটার জানে যে তাদের এক একজনের দলে কী ভূমিকা রয়েছে। তারা জানে দল এবং তাদের অধিনায়ক তাদের থেকে কি আশা করছে।’
For all the latest Sports News Click Here