ভারতীয় ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স সেরা ডকুমেন্টারি শর্টের জন্য জিতল অস্কার
৯৫তম একাডেমি পুরস্কারে ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ জিতল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। কার্তিকি গনসালভেস পরিচালিত এবং গুনীত মঙ্গা প্রযোজিত এই ছবির হাত ধরে এল অস্কার ভারতে। এই ক্যাটাগরির অন্য চার মনোনীত ছিল আউট, দ্য মার্থা মিচেল ইফেক্ট, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট এবং হাউ ড ইউ মেজার অ্যা ইয়ার। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ হল এই বিভাগে অস্কার জেতা প্রথম ভারতীয় ছবি। এর আগে ১৯৬৯ এবং ১৯৭৯ সালে সেরা ডকুমেন্টরি শর্টের জন্য মনোনয়ন পেয়েছিল ‘দ্য হাউজ দ্যাট আনন্দ বিল্ট’ এবং ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’।
মুদুমালাই ন্যাশনাল পার্কেকে কেন্দ্র করে তৈরি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স একটি আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির গল্প যারা রঘু নামে একটি অনাথ হাতির বাচ্চার দেখভাল করে। ডকুমেন্টরিটি কেবল তাদের মধ্যে গড়ে ওঠা টানই দেখায় না, সঙ্গে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যকেও ভীষণভাবে ফুটিয়ে তোলে। The Elephant Whisperers ২০২২ সালের ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পায়।
গুনীত মাঙ্গা টুইট করেছেন, ‘ভারতীয় প্রোডাকশন হিসেবে আমরা প্রথম অস্কার জিতেছি! দুই মহিলা এই কাজ করলেন! আমি এখনো কাঁপছি।’
প্রসঙ্গত, অস্কারের মঞ্চে ইতিমধ্যেই লাইভ পারফরমেন্স হয়েছে ভারতীয় আরআরআর সিনেমার নাটু নাটু গানটির। রেড কার্পেটে হেঁটেছেন পরিচালক এসএস রাজামৌলি, অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর এবং কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। নাটু নাটু গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব গানটি গান মঞ্চে পরিবেশন করেন। এবং তাতে নাচ করতে দেখা মিলল ঝলক দিখলা যা-খ্যাত লরেন গটলিব।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলছে এবারের অস্কার। এ পর্যন্ত বিজয়ীদের মধ্যে রয়েছে কে হুয় কোয়ান, এভরিথিং এভরিহ্যায়ার অল অ্যাট ওয়ানসের এজন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জেমি লি কার্টিস।
For all the latest entertainment News Click Here