‘ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত’ লিখে পাকিস্তানি বাচ্চার ভিডিয়ো! ফের ট্রোলে অমিতাভ
ধুমধারাক্কা বল মারছে বছর তিন-চারের একটা বাচ্চা। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিয়ো শেয়ার করে নিলেন অমিতাভ বচ্চন। ওই খুদের ব্যাটিং দেখে যে কারও চোখ কপালে উঠবে। মনে হতেই পারে যে এই ছেলে একদিন দেশের নাম উজ্জ্বল করবে। তেমনটাই লিখেছিলেন বিগ বি-ও। ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত রয়েছে খুব নিরাপদ হাতে’।
তবে একটা ছোট্ট ভুল করে ফেলেছেন বিগ বি। ইন্টারনেটে ভাইরাল হওয়া যে ভিডিয়োটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি তা আসলে কোনও ভারতীয় শিশুর নয়, বরং সে পড়শি দেশ পাকিস্তানের। আর কমেন্ট সেকশনে অমিতাভের সে ভুল ধরিয়ে দিলেন নেটিজেনরা। একজন লিখলেন, ‘স্যার ঠিকই বলেছেন নিরাপদ হাতে। তবে সেটা পাকিস্তানের জন্য আমাদের নয়।’ অপরজনের মন্তব্য, ‘বাচ্চাটা পাকিস্তানের। আপনি একটু দেখে নেবেন স্যার। মনে হচ্ছে কোনও ভুল হচ্ছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘ক্যাপশন দেখে খুব উৎসাহ নিয়ে কমেন্ট পড়তে এসেছিলাম। লে হালুয়া এ তো পাকিস্তানের। আমাদের বিপক্ষেই খেলবে এই পুচকে বড় হয়ে।’
কিছু পাকিস্তানি এসে সেখানে বাচ্চাটি তাঁদের দেশের মন্তব্য করেন। এবং ভারতীয়দের সঙ্গে তর্কাতর্কিও শুরু হয়ে যায় দু দেশের আভ্যন্তরীন ঝামেলা নিয়ে।
চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বিতর্কিত পোস্ট করলেন অমিতাভ ইনস্টাগ্রামে। সপ্তাহের শুরুতেই বাইকে বসে একটি ছবি দিয়ে লিখেছিলেন মুম্বইয়ের জ্যাম থেকে বাঁচতে আর সঠিক সময়ে কাজে পৌঁছতে তিনি নাকি কোনও এক পথচারীর বাইকে উঠে পড়েছেন। আর সে ছবিতে বিগ বি-র মাথায় হেলমেট না দেখে কটাক্ষ করতে শুরু করে দেয় নেটিজেনরা। এমনকী কেউ সেই পোস্টে ট্যাগ করে মুম্বই পুলিশকেও।
দিন দুই পরে অমিতাভ নিজের ব্লগে লিখে জবাব দেন, ‘ফোটো দেখে কেউ আমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। তবে সব থেকে বেশি চর্চা হল হেলমেট না থাকা নিয়ে। দিনটা ছিল রবিবার। আসল ব্যাপার হল এটা মুম্বইয়ের রাস্তায় শ্যুটের ছবি। বালার্ড এস্টেটের একটি রাস্তায় শ্যুটের জন্য পারমিশন আগেই নেওয়া ছিল। রবিবার বাছা হয়েছিল কারণ অফিস ছুটি থাকবে আর জ্যাম কম হবে। রাস্তাটা মাত্র ৩০-৪০ মিটারের। আমার চারপাশে ক্র। আমি যেই পোশাকটি পরে আছি সেটাও সিনেমার। আমি শুধুমাত্র বোকা বানোনর জন্য পোস্টটি করেছিলাম।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here