‘ভারতীয় এযারফোর্সের পাইলট হতে চাইতাম’, ছেলেবেলার স্বপ্ন ফাঁস করলেন ভারতীয় তারকা
শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটে ক্রিকেটার হওয়ার পাশাপাশি অন্যান্য প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকা তারকার সংখ্যা একেবারেই কম নয়। রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথদের মতন একাধিক ক্রিকেটার রয়েছেন যারা ক্রিকেটার হওয়ার পাশাপাশি প্রফেশনাল কোয়ালিফিকেশনের দিক থেকেও যথেষ্ট উচ্চশিক্ষিত। এরা প্রত্যেকেই কর্ণাটকের হয়েই খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। সেই কর্ণাটকের হয়েই খেলেন সাম্প্রতিক সময়ের ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। বর্তমানে তিনি আইপিএলে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে। ছোটবেলায় পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলেন তিনি। সেই তিনিই নাকি বড় হয়ে ক্রিকেটার নন হতে চেয়েছিলেন এয়ারফোর্সের পাইলট! এমন অজানা কাহিনিই শুনিয়েছেন মায়াঙ্ক।
সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের তরফে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে এক সাক্ষাৎকারে এমনটাই বলতে শোনা গিয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। যেখানে ৩২ বছর বয়সি তাঁর ভালো লাগা বিভিন্ন বিষয় নিয়ে মতামত দিয়েছেন। কর্ণাটকের এই ব্যাটার জানিয়েছেন, ‘আমি ঘুরে বেড়াতে ভালোবাসি। আমার ভালো লাগার যেসব কাজ কর্ম রয়েছে সেই তালিকায় সবার উপরে থাকবে এটা। আমি সবসময়েই পরিকল্পনা করতে থাকি যে এরপরে আমি কোথায় বেড়াতে যাব। সেখানে গিয়ে কী কী করব। কী খাব। কোথায় কোথায় যাব। কী কী দেখব। সব নিয়ে আমি বিস্তারিতভাবে পরিকল্পনা করি। পাশাপাশি আমি বাড়িতে থাকতে ভালোবাসি। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। পারিবারিক অ্যাক্টিভিটিতে আমরা সবাই জড়িয়ে থাকি। হয় আমরা বসে বসে তাস খেলি না হয় সবাই মিলে একসঙ্গে ডিনার করতে বের হই।’
তিনি আরও যোগ করেন, ‘আমি যখন ছোট ছিলাম প্লেনের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ ছিল। দারুণ লাগত আমার। সবসময় আমি প্লেন, এয়ারক্রাফ্ট এইসব দেখব বলে খুঁজে বেরাতাম। আমি যদি দেখতে নাও পারি তাহলেও আমি কান দিয়ে শোনার চেষ্টা করতাম। কান দিয়ে শুনে আমি আকাশে প্লেন খুঁজে নেওয়ার চেষ্টা করতাম। আমার ছোটবেলায় সবসময়ে এয়ারফোর্সের পাইলট হতে চেয়েছিলাম। আমার কাছে ওটা ছিল স্বপ্নের মতন। আমি পড়াশোনায় ভালো ছিলাম। আমার মা এটা সবসময় বলবে তবে আমার স্ত্রী সেটা নাও বলতে পারে। আমার স্ত্রী এটা নিয়ে আমার সঙ্গে ঠাট্টা করে। ১০ম শ্রেণির বোর্ড পরীক্ষায় আমি ৮০ শতাংশ নম্বর পেয়েছিলাম। ডিগ্রিতেও যতদূর মনে পড়ছে আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম।’
For all the latest Sports News Click Here