ভারতকে হারালেই জিম্বাবোয়ের যুবককে বিয়ে করব, ঘোষণা পাক অভিনেত্রীর!
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশকে রুদ্ধশ্বাস ম্যাচে ৫ রানে হারিয়ে গ্রুপ ২-এর পয়েন্ট টেবিলের শীর্ষে রোহিত শর্মার দল। বিরাট অঘটন না ঘটলে ভারতের সেমিফাইনালের টিকিট পাকা। অন্যদিকে বাবরের দলের ভাগ্য নির্ভর করছে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডের মতো দুর্বল দুই দলের উপর।
শীর্ষস্থানে থাকা ভারতকে সেমিফাইনালের টিকিট পাকা করতে শেষ ম্যাচে হারাতে হবে জিম্বাবোয়েকে। তাহলেই সেরা চারে জায়গা করে নেবে টিম ইন্ডিয়া। কিন্তু শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যাবধানে হারালেও সেমির টিকিট পেতে পাকিস্তানের ভরসা সেই নেদারল্যান্ড আর জিম্বাবোয়ে। এর মাঝেই বিস্ফোরক টুইট পাক সুন্দরী শেহার শিনওয়ারি। ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন বাংলাদেশের সমর্থনে একের পর এক টুইট করছিলেন নায়িকা। সেই ম্যাচে বাংলাদেশ হারতেই মন ভাঙে শেহারের। এরপরই আসে তাঁর ‘উদ্ভট’ ঘোষণা। তিনি টুইটারে লেখেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ে যদি ভারতকে হারাতে পারে তাহলে জিম্বাবোয়ের কোনও যুবককে বিয়ে করবেন তিনি।
শেহারের এই টুইট এখন সুপারভাইরাল। নেটিজেনরা হাসি-মশকরায় মেতেছেন এই টুইট নিয়ে। কেউ কেউ শেহারের এই টুইটকে দেশের ক্রিকেট দলের প্রতি ভালোবাসা বলে আখ্য়া দিচ্ছেন, আবার অনেকেই বলছেন পুরোটাই ‘পাবলিসিটি স্টান্ট’। প্রচারের আলোয় থাকতেই নাকি এমন টুইট করেছেন শেহার।
ভারতীয় ক্রিকেট সমর্থকরা তো ধুয়ে দিয়েছেন শেহারকে। একজন লেখেন, ‘দুর্ভাগ্য তাহলে আপনাকে সারাজীবন বিয়ে না করেই থাকতে হবে। কারণ জিম্বাবোয়ে স্বপ্নেও ভারতকে হারাতে পারবে না’। কেউ কেউ লিখছেন, ‘একেই বলে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ।’
সিকান্দার রাজার দল রবিবার কি ভারতকে হারাতে পারবে? পাকিস্তানকে হারানো জিম্বাবোয়ে অঘটন ঘটাতে পারবে বলেই আশা শেহারের মতো পাক ক্রিকেট ভক্তদের।
শেহারের জন্ম পাকিস্তানের হায়দরাবাদে। ২০১৪ সালে কমেডি ড্রামা ‘সয়ের সাওয়া সয়ের’ (Sair Sawa Sair)-এর মাধ্যমে আলোচনায় উঠে আসেন শেহার। একাধিক টিভি শো-এর হোস্ট হিসাবেও দেখা মিলেছে তাঁর।
আরও পড়ুন-ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে জনপ্রিয় টলি পরিচালকের, চিকিৎসা করাতে যাচ্ছেন মুম্বই
ক্রিকেট ম্যাচ নিয়ে নায়িকাদের উদ্ভূট ঘোষণা এই প্রথম নয়। এর আগে পুনম পাণ্ডে ঘোষণা করেছিলেন ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাক অভিনেত্রী কান্দিল বেলুচের বার্তা ছিল শাহিদের দল ভারতে হারালেই তিনি নগ্ন হয়ে নাচবেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন শেহার শিনওয়ারি।
For all the latest entertainment News Click Here