ভারতকে উপহার দিয়েছে একাধিক ফুটবলার, সেই সালগাঁওকারই তুলে নিল সিনিয়র দল
একসময় কলকাতা এবং গোয়ার ফুটবল ক্লাব দাপিয়ে খেলেছে আই লিগে। কলকাতার ক্লাবগুলির সঙ্গে রীতিমতো টক্কর দিত গোয়ার ক্লাবগুলি। তবে এখন পরিস্থিতি বদলেছে। আই লিগের বদলে বেশিরভাগ ক্লাব খেলে আইএসএল। ধাক্কা খেয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল ক্লাবগুলি। সেই গোয়ার সালগাঁওকার ক্লাব নিজেদের সিনিয়র দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
সালগাঁওকারের দীর্ঘ ঈর্ষণীয় ইতিহাস রয়েছে। গোয়ার প্রথম ক্লাব হিসেবে তারা জিতেছে জাতীয় লিগ, ফেডারেশন কাপ এবং ডুরান্ড কাপের মতো টুর্নামেন্ট। সেই ক্লাব নিজেদের সিনিয়র দল তুলে নেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুটবল মহলে। গোয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে রাজ্য খেলার জন্য সিনিয়র দল নিয়ে কোনও আবেদন জানায়নি ঐতিহ্যশালী ফুটবল ক্লাব। সূত্র মারফত জানা যাচ্ছে, শুধুমাত্র অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ লিগে খেলার জন্যই আবেদন জানিয়েছে তারা। সিনিয়র লিগ না খেলার পাশাপাশি অনূর্ধ্ব-১৮ এবং ২০ লিগও তারা খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে তাদের অন্যতম প্রধান প্রতিপক্ষ ডেম্পো দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলে জাতীয় পর্যায়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। এমন তা অবস্থায় সালগাঁওকারের এরকম সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই গোয়ার ফুটবলকে প্রবাহিত করবে বলে মনে করছেন গোয়া ফুটবল সংস্থার সভাপতি জোনাথন ডি’সুজা। সম্প্রতি সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সালগাঁওকর গোয়া তথা ভারতের ফুটবল দলের মধ্যে অন্যতম পুরনো একটি ক্লাব। সিনিয়র টুর্নামেন্ট না খেলে এই সিদ্ধান্ত নিশ্চিন্তভাবে গোয়ার ফুটবলকে অনেকটা ধাক্কা দেবে।’
এর সঙ্গে সঙ্গেই জোনাথন দাবি করেছেন এই ফুটবল ক্লাবটির অভ্যন্তরীণ সমস্যার জোরে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে সিনিয়র লিগ সহ অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২০ লিগে খেলার বিষয়ে কোনও রকম মন্তব্য করতে রাজি হয়নি সালগাঁওকার কর্তৃপক্ষ। তবে জানা যাচ্ছে অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১০ পর্যায়ের দল নামাতে চলেছে গোয়ার এই ক্লাব।
১৯৬৫ সালে গোয়ার শিল্পপতি ভিএম সালগাঁওকর এই ক্লাবের সূচনা করেন। তারপর থেকে দুইবার জাতীয় লিগ পাঁচবার ফেডারেশন কাপ, তিনটি ডুরন্ত কাপ ও দুইবার সুপার কাপ জিতেছে তারা। ২০১৬ সালে আই লিগ থেকে নিজেদের দল তুলে নেয় সালগাঁওকার। তারপর থেকে ভারতীয় শীর্ষ ফুটবল টুর্নামেন্টগুলি খেলেনি তারা। এইবার রাজ্য টুর্নামেন্টে সিনিয়র দলও নামানো বন্ধ করে দিলে সালগাঁওকার।
For all the latest Sports News Click Here