ভাবিনি জিতব: আফগানদের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পরে সরল স্বীকারোক্তি তামিমের
শুভব্রত মুখার্জি: লক্ষ্য ছিল ভীষণ ছোট। ওয়ানডেতে শক্তিশালী দল হিসেবে পরিচিত বাংলাদেশ দলের পক্ষে জয়টা সহজ হতে চলেছে এমনটাই ধরা হয়েছিল যদিও পরবর্তীতে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একটা সময় মনে হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হয়ত এই ম্যাচে বড়সড় হারের সম্মুখীন হতে চলেছে। তবে সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন দুই তরুণ আফিফ হোসেন এবং মেহেদি মিরাজ। তাদের ব্যাটে ভর করেই অবিস্মরণীয় জয় দেশকে উপহার দিয়েছেন তারা। ম্যাচ শেষে তাই টাইগারদের অধিনায়ক তামিম ইকবালের সরল স্বীকারোক্তি ‘ভাবিনি জিতব, ভাবিনি এভাবেও ফিরে আসা যায়।’
প্রসঙ্গত একটা সময় টাইগারদের স্কোর ছিল ৪৫ রানে ৬ উইকেট। সেই জায়গায় দাঁড়িয়ে অধিনায়ক তামিম ইকবালও ভেবেছিলেন, এই ম্যাচ জেতা সম্ভব নয়। বুধবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২১৬ রান তাড়া করে ৪ উইকেটে জয় পেয়েছে তারা।তাই ম্যাচ জেতার পরেও যেন তামিমের ঘোর কাটছে না।
তামিম বলেন, ‘সত্যি বলতে ভাবিনি জিতব, একদমই ভাবিনি। এখানে যদি বলি আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম তাহলে বলা হবে মিথ্যা কথা বলছি। ৪৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ২১৬ তাড়া করা কঠিন ছিল।’ সেই কঠিন লক্ষ্যেই বাংলাদেশকে পৌঁছে দেয় আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের ১৭৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ। তামিম জানিয়েছেন ‘তরুণ দুজন যেভাবে খেলল, অবিশ্বাস্য! আমি খুশি এবং গর্বিত। এটা চাট্টিখানি কথা নয়। আফগানিস্তানের দুর্দান্ত স্পিন অ্যাটাক রয়েছে। তাদের দারুণভাবে সামলালো। এখান থেকে অনেক কিছু শেখার আছে। আশা করব এটাই নয়। তাদের জন্য এটা কেবল শুরু।’
For all the latest Sports News Click Here