ভাঙা পা সারিয়েই ক্লাব ক্রিকেটে অর্ধশতরান ম্যাক্সির, ভারতের বিরুদ্ধে দলে ফিরবেন?
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল চোট থেকে ফিরে ফের ক্লাব ক্রিকেট খেলতে শুরু করেছেন। এবং ক্লাব ক্রিকেটে দাপটের সঙ্গে হাফ সেঞ্চুরি করে ভারত সফরের দলে ঢোকার অন্যতম দাবীদার হয়ে উঠেছেন। পা ভেঙে দীর্ঘ দিন ২২ গজের বাইরে ছিলেন তিনি। বন্ধুর পার্টিতে গিয়ে ম্যাক্সওয়েলের পা ভেঙে গিয়েছিল। তবে সাদা বলের বিশেষজ্ঞ ব্যাটার ম্যাক্সওয়েল দুরন্ত অর্ধশতরান করে নিজের প্রত্যাবর্তনের কথা যেন ঘোষণা করেছেন। যা পরিস্থিতি, তাতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েলকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ব্যাট আগে না প্যাড- কোহলির আউট বিতর্কে উত্তাল নেটপাড়া, রেগে লাল বিরাটও- ভিডিয়ো
২০২২ সালের নভেম্বরে ম্যাক্সওয়েল তাঁর বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছিলেন। যেখানে তাঁর এক বন্ধু তাঁর পায়ে পড়ে গিয়েছিল। আর তাতেই ম্যাক্সওয়েল গুরুতর চোট পান এবং তাঁর পা ভেঙে যায়। ২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কয়েক দিন পর এই ঘটনাটি ঘটে। ৩৪ বছরের এই তারকা ব্যাটার পায়ের চোট সারিয়ে অবশেষে সুস্থ হয়ে ২২ গজে ফিরেছেন। উইকেন্ড ক্লাব ফিক্সচারে খেলার সময়ে তিনি একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরিও করেন। সোমবার থেকে আবার তিনি দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভিক্টোরিয়ার হয়ে মার্শ শেফিল্ড শিল্ডের ম্যাচেও খেলবেন।
আরও পড়ুন: এটাও সম্ভব! চিলের মতোন ছোঁ মেরে ক্যাচ ধরলেন হ্যান্ডসকম্ব,দেখে হাঁ শ্রেয়স- ভিডিয়ো
ম্যাক্সওয়েল যদি তাঁর ফিটনেস প্রমাণ করতে পারেন, তা হলে আগামী মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাঁর নাম বিবেচনা করা হতে পারে। বিস্ফোরক ব্যাটসম্যান তাঁর ক্লাব ফিৎজরয়-ডনকাস্টারের হয়ে দু’টি ছক্কা এবং পাঁচটি চারের সাহায্যে ৬১ রান করেন। চোট সারিয়ে ওঠার পর ম্যাক্সওয়েল ম্যাচে ৯২ বল খেলেন এবং দলকে দুই উইকেটে জিততে সাহায্য করেন। এই অলরাউন্ডার ম্যাচে বল না করলেও, cricket.com.au-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর আর একটি ফিটনেস পরীক্ষা এখনও বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার শিল্ডের পরবর্তী ম্যাচে বল করবেন না তিনি।
এখন পুরোপুরি ফিট হওয়ার পর আগামী মাসের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত হতে পারেন ম্যাক্সওয়েল। ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান ডেভিড হাসি শনিবার বলেছেন, ‘দলে গ্লেন-এর মতো উচ্চ মানের খেলোয়াড় থাকাটা রোমাঞ্চকর, শিল্ড ক্রিকেটে ওর চমৎকার রেকর্ড রয়েছে এবং এটা খুবই দুঃখের বিষয় যে, ও খুব বেশি খেলেনি।’ প্রসঙ্গত, ম্যাক্সওয়েল ২০১৯ সালের অক্টোবরে শেষ বার শেফিল্ড শিল্ড খেলেছিলেন।
For all the latest Sports News Click Here