ভাঙল বাহুবলী ২-এর রেকর্ড, দেশজুড়ে ৭ দিনে নেট ৩০০ কোটির উপর ব্যবসা করল ‘পাঠান’
সপ্তম দিনে দেশজুড়ে মোট ২১ কোটি টাকার কালেকশন করেছে ‘পাঠান’। বক্স অফিসের দিকে চোখ রাখলে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর পরে শাহরুখ খান-অভিনীত এই ছবি দ্রুততম হিন্দি ছবি হিসেবে ৩০০ কোটির ঘরে প্রবেশ করেছে। ঘরোয়া বক্স অফিসে পাঠানের প্রথম সপ্তাহের সংগ্রহ এখন পর্যন্ত ৩১৫ কোটি টাকা।
ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্পল কাপাড়িয়া। ক্যামিও চরিত্রে ভাইজান সলমন খানের দেখা মিলেছে এই ছবিতে। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি।
বুধবার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, মুক্তির পর একের পর এক রেকর্ড ব্রেক করছে ‘পাঠান’। দেশীয় বক্স অফিসে মাত্র সাত দিনে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই ছবি। ২০১৭ সালের ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর হিন্দি সংস্করণের ৩০০ কোটিতে প্রবেশ করতে ১০ দিন সময় লেগেছিল। পাঠান মাত্র ৭ দিনে এই অঙ্কে প্রবেশ করেছে। আরও পড়ুন: ‘পাঠান’-এর সিক্যুয়েল নিয়ে কী ভাবনা-চিন্তা, সাংবাদমাধ্যমের সামনে অকপট শাহরুখ
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটে আরও জানিয়েছেন, ‘KGF: চ্যাপ্টার ২’ (২০২২)-এর হিন্দি সংস্করণ ১১ দিনে ৩০০ কোটিতে পৌঁছেছে, যেখানে আমির খানের ‘দঙ্গল’ (২০১৬) এর জন্য ১৩ দিন সময় নিয়েছে। ‘সঞ্জু’ (২০১৮) এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৬) উভয়ই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ১৬ দিন সময় নিয়েছে। ইতিমধ্যে আমিরের ‘পিকে’ (২০১৪) এবং হৃতিক রোশনের ‘ওয়ার’ ৩০০ কোটির মাইলস্টোন ছুঁতে যথাক্রমে ১৭ দিন এবং ১৯ দিন সময় নিয়েছিল।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, পাঠানের এক সপ্তাহের বক্স অফিস কালেকশন– ৩১৫ কোটি নেট– কেজিএফ চ্যাপ্টার ২-এর চেয়ে নেট ৬৫ কোটি বেশি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান- হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় প্রজাতন্ত্র দিবস ২০২৩-এর একদিন আগে মুক্তি পেয়েছে।
৪ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ২০২৩-এ রুপোলি পর্দায় ফিরেছেন শাহরুখ। ছবির সাফল্যে রীতিমতো আপ্লুত বলিউডের বাদশা। সোমবার মুম্বইয়ে পাঠান-এর সাংবাদিক বৈঠকের মিডিয়ার সামনে এ দিন মন খুলে কথা বলেছেন শাহরুখ-দীপিকা-জনরা। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন, এত বড় সাফল্য নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন এসআরকে।
২০১৮-এর পরে ২০২৩-এ বড়পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন। এ প্রসঙ্গে অভিনেতার মন্তব্য, কঠিন সময়ের পরে ফের বড় পর্দায় ফেরার সবথেকে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন দর্শকই। এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়ে দিয়েছে।
এদিন সংবাদমাধ্যমকে শাহরুখ বলেন, ‘আমরা সত্যি কৃতজ্ঞ দর্শক এবং সংবাদমাধ্যমের কাছে পাঠানকে এতটা পরিমাণ সমর্থন জোগানোর জন্য। এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারতো…. তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমি আমার সমস্ত সহকর্মীদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ’।
For all the latest entertainment News Click Here