ভাগ-বাঁটোয়ারা করে উইকেট নিলেন তাইজুল-এবাদতরা, আফগানদের ফলো-অন করাল না বাংলাদেশ
বাগে পেয়েও আফগানিস্তানকে ফলো-অন করাল না বাংলাদেশ। বদলে মীরপুর টেস্টে আফগানদের ঘাড়ে পুনরায় বড়সড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন লিটন দাসরা। সম্ভবত চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি এড়াতেই আফগানিস্তানকে ফলো-অন করানোর হাতছানি উপেক্ষা করে বাংলাদেশ।
মীরপুরে টস হেরে শুরুতে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮২ রান তোলে। দুর্দান্ত শতরান করেন নাজমুল হোসেন শান্ত। তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি ১৭৫ বলে ১৪৬ রান করে মাঠ ছাড়েন। নাজমুল ২৩টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া মাহমুদুল হাসান জয় ১৩৭ বলে ৭৬ রান করে মাঠ ছাড়েন। তিনি ৯টি চার মারেন। মুশফিকুর রহিম ৭৬ বলে ৪৭ রানের কার্যকরী যোগদান রাখেন। ৪টি চার মারেন মুশফিক। ৮০ বলে ৪৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৮টি বাউন্ডারি মারেন।
প্রথম দিনের শেষে বাংলাদেশ ৭৯ ওভার ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৩৬২ রান তোলে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে বাংলাদেশ বাকি ৫ উইকেটে মাত্র ২০ রান সংগ্রহ করে। ৩৭৩ থেকে ৩৮২, এই ৯ রানের মধ্যে শেষ ৫টি উইকেট হারায় তারা। সুতরাং, দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসে ধস নামে বলা যায়।
আরও পড়ুন:- Global T20 Canada: কমেন্ট্রি বক্স থেকে মাঠে ফিরছেন হরভজন, এবার টক্কর আফ্রিদি, রিজওয়ান, শাকিবদের সঙ্গে
আফগানিস্তানের হয়ে প্রথম ইনিংসে ৭৯ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন নিজাত মাসুদ। ৩৯ রানে ২টি উইকেট নেন ইয়ামিন আহমেদজাই। ১টি করে উইকেট পকেটে পোরেন জাহির খান, আমির হামজা ও রহমত শাহ।
পালটা ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩৯ ওভারে ১৪৬ রান তুলে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। উইকেটকিপার আফসর জাজাই দলের হয়ে সব থেকে বেশি ৩৬ রান করেন। এছাড়া নাসির জামাল ৩৫ ও করিম জানাত ২৩ রান করেন। ১৭ রানের যোগদান রাখেন আব্দুল মালিক। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
আরও পড়ুন:- MLC 2023: ছিলেন কোচ, হয়ে গেলেন ক্যাপ্টেন, পোলার্ডের নেতৃত্বে MI-এর স্কোয়াড দেখলে চোখ ধাঁধাবে নিশ্চিত
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ৪৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন এবাদত হোসেন। ২টি করে উইকেট সংগ্রহ করেন শোরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। উইকেট পাননি তাস্কিন আহমেদ।
প্রথম ইনিংসের নিরিখে ২৩৬ রানে এগিয়ে থেকেও আফগানিস্তানকে ফলো-অনের লজ্জা থেকে মুক্তি দেয় বাংলাদেশ। পরিবর্তে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেটের বিনিময়ে ৫০ রানের গণ্ডি টপকে যায়। দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়।
For all the latest Sports News Click Here