ভাগ্য সহায় ছিল না বলেই ICC টুর্নামেন্ট হার, WTC Final জিততে পারে ভারত- শাস্ত্রী
শেষ দশ বছরে আইসিসির কোনও ট্রফি জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল। ফের একবার টিম ইন্ডিয়ার সুযোগ এসেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ট্রফির খরা ঘুচবে বিরাট কোহলিদের। শেষবার ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারতীয় দল। তারপর থেকে আর কোনও আইসিসি ট্রফি জেতেনি টিম ইন্ডিয়া। অধিনায়ক পরিবর্তন হলেও লাভের লাভ কিছু হয়নি। অধিনায়কত্বের ব্যাটন বিরাট কোহলির হাত ঘুরে রোহিত শর্মার কাছে গিয়েছে। কিন্তু আইসিসির প্রায় সব টুর্নামেন্টের সামগ্রিকভাবে ভালো ফল করলেও ট্রফি হাতে ওঠেনি মেন ইন ব্লুর। তবে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, এই দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতার ক্ষমতা রয়েছে।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কাছাকাছি এসে তরী ডোবে ভারতের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দলকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। কিন্তু সেই ট্রফি নিয়ে যায় পাকিস্তান। ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছয় ভারত। কিন্তু প্রথমবার চ্যাম্পিয়ন হয় বিপক্ষ দল নিউজিল্যান্ড। প্রতিবারই ট্রফির খুব কাছে গিয়ে খালি হাতে ফিরে আসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় প্রধান কোচের দায়িত্বে থাকা রবি শাস্ত্রী মনে করেন, এই ভারতীয় দলের ট্রফি জেতার ক্ষমতা রয়েছে। এরাই ট্রফির খরা কাটাবে। একটি মাত্র টেস্ট ম্যাচের কোনও ফেভারিট দল থাকতে পারে না। তিনি বলেন, ‘প্রত্যেককেই বলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ফেভারিট দল। কারণ আমরা ইংল্যান্ডের মাটিতে খেলতে চলেছি। তবে মনে রাখতে হবে এটা একটা টেস্ট ম্যাচ। একটা খারাপ দিন দলকে জেতার সম্ভাবনা থেকে পিছিয়ে দিতে পারে। অস্ট্রেলিয়াকে অনেক সতর্ক থাকতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘এই ফাইনাল ম্যাচে দারুণ প্রতিযোগিতা হবে। অনেক সময় কিছুটা ভাগ্যেরও প্রয়োজন হয়। আমি বলব না আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমি সবসময় বলি, এই দলটির আইসিসি ট্রফি জেতার ক্ষমতা রয়েছে। আমি যখন ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলাম তখনও একই কথা বলেছি।’
আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হতে চলেছে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ। অস্ট্রেলিয়া প্রথমবার এই ফাইনালে উঠছে। অন্যদিকে ভারত পর পর দুই বছর ফাইনালে জায়গা করে নিয়েছে। তাই এই অভিজ্ঞতা অনেকটা এগিয়ে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here