ভাগ্যিস সেসময় মোবাইল ছিল না, নাহলে আমার কত কাণ্ডই না রেকর্ড হত! বলেই ফেললেন কাজল
‘লাস্ট স্টোরিজ-২’-এর হাত ধরে ফের একবার OTT-র পর্দায় আসতে চলেছেন কাজল। আপাতত তাই এই ছবির প্রচারেই ব্যস্ত তিনি। পরিচালক অমিত শর্মা ও কুমুদ মিশ্রের সঙ্গে এক সাক্ষাৎকার দিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কাজল, শুরুর দিনের সঙ্গে বর্তমান সময়ে কাজের কতটা পার্থক্য তৈরি হয়েছে? এমন প্রশ্নে কাজলের চটপট জবাব, ‘এখন আমরা ভ্যানিটি ভ্যান পাই। যা শুরুর দিনে পাইনি। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’
কাজলের এমন জবাবে পরিচালক, অভিনেতা, সঞ্চালিকা সকলেই হেসে ফেলেন। বলেন, ‘এখন আমরা অভিনেত্রীরা ভ্যানিটি ভ্যান পাই, সেখানে শ্য়ুটিংয়ের আগে পোশাক বদলাই, মেকআপ করি। আর আগে এসবই হত একটা ৬-৭ ফুটের মোটা শালের পিছনে। আর আরও একটা পরিবর্তন হল মোবাইল ফোন। আগে তো এটা ছিল না। থাকলে না জানি আমার কী কী কাণ্ডকারখারা রেকর্ড হয়ে যেত! ভাগ্যিস ছিল না…।’ একথা বলেই হেসে ফেলেন কাজল।
আরও পড়ুন-স্বামী যৌনতা চাইলে তাতে সম্মতি দেওয়া স্ত্রীর কর্তব্য, এটাই তো বলা হত: নীনা
আরও পড়ুন-ইউটিউব থেকে ‘কোটি’ আয়! ৯ জনের বাড়িতে হল আয়কর হানা, তালিকায় ১ জনপ্রিয় অভিনেত্রী
কেন লাস্ট স্টোরিজ-২ এ কাজের জন্য হ্যাঁ বলেছিলেন, সেকথাও সাক্ষাৎকারে খোলসা করেন কাজল। কাজল বলেন, ‘আমি অমিত(পরিচালক)কে প্রথম যে প্রশ্নটি করেছিলাম সেটা হল, এটার জন্য আমি কেন ভাবছেন? উনি জোর দিয়েছিলেন যে আমি যেন চিত্রনাট্যটা পড়ি এবং দেখতে বলেছিলেন, এখানে আমি নিজেকে খুঁজে পাচ্ছি কিনা। আমি যখন প্রথমবার চিত্রনাট্য শুনেছিলাম তখন মনে হয় কই এখানে তো নিজেকে খুঁজে পাচ্ছি না। তবে চিত্রনাট্য এতটাই আকর্ষণীয় ছিল যে আমি শেষ পর্যন্ত হ্যাঁ বলেছিলাম।’
সাক্ষাৎকারে ‘স্টার কিড’ হিসাবে নিজের দুই ছেলেমেয়ে নাইসা ও যুগকে নিয়েও কথা বলেন কাজল। বলেন, ‘আমিও স্টার কিড, তবে সেময় মোবাইল ফোন, ইন্টারনেট না থাকায় আমাদের বেড়ে ওঠা অনেক সহজ ছিল। যেটা নাইসা, যুগের ক্ষেত্রে হচ্ছে না। মানুষ হিসাবে ওদেরও কিছু গোপনীয়তা দরকার। সামজের আবারও আগের সময়ে ফিরে গেলেই ভালো হয়। জনসাধারণকেও বুঝতে হবে, যে এটা ঠিক নয়, ওদেরও একা ছাড়া উচিত। কোনও আইন আনা দরকার।’
For all the latest entertainment News Click Here