ভাগ্নে ক্রুষ্ণার সঙ্গে ঝগড়া; এবার ভাগ্নির মুখ দেখাও বন্ধ করলেন গোবিন্দা
বেড়েই চলেছে ক্রুষ্ণা অভিষেক ও গোবিন্দার মধ্যে ঝামেলা। মামা-ভাগ্নের এই বিবাদের মধ্যে এবার জড়িয়ে পড়েছে দুই পরিবার। একদিকে যেমন ক্রুষ্ণা পত্নী কাশ্মীরা শাহ মুখ খুলেছেন, পাল্টা জবাবে মুহুর্মুহু তোপ দাগছেন গোবিন্দা-জায়া সুনীতা আহুজাও। তিন বছর আগে ক্রুষ্ণার স্ত্রী কাশ্মীরা শাহ-র একটি টুইট নিয়ে তোলপাড় হয়ছিল টিনসেল টাউন। ‘যে সব তারকারা পয়সার জন্য নাচে’ লিখে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন কাশ্মীরা। আর যা দেখে গোবিন্দা-পত্নী সুনীতা আহুজার দাবি ছিল, গোবিন্দাকে লক্ষ করেই এই টুইট। যদিও তা অস্বীকার করেছিলেন কাশ্মীরা। এরপরেই দুই পরিবারের মুখ দেখাদেখি হয়েছে বন্ধ।
এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ক্রুষ্ণার বোন তথা বিগ বসের ঘরের প্রাক্তন সদস্য আরতি সিং। রাখঢাক না করেই জানালেন মামা গোবিন্দা এবং দাদা ক্রুষ্ণার মধ্যে ঝামেলার খেসারত দিতে হচ্চ্ছে তাঁকে। কীভাবে? না, তাঁর দাদার সঙ্গে চলতে থাকা বিবাদের জেরে তাঁর সঙ্গেও কথা বলা বন্ধ করেছেন গোবিন্দা এবং তাঁর পরিবার। আরতির যেন অনেকটা বোঝাতে চেয়ে চেয়েছেন, ‘রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়’। আরতি আরও বলেন যে এখন একমাত্র তাঁর ‘চি চি মামা’ অর্থাৎ গোবিন্দা যদি ক্রুষ্ণাকে ক্ষমা করে দেন, তাহলেই সব ঝামেলা মিটবে।
প্রসঙ্গত,কিছুদিন আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে হাজির ছিলেন গোবিন্দা ও সুনীতা। তবে সেই পর্বের শ্যুটিং হওয়ার আগেই নিজেকে শ্যুটিং ফ্লোরের থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন ক্রুষ্ণা। সংবাদমাধ্যমে আগেভাগে সেকথা জানিয়েও দিয়েছিলেন তিনি। বলেছিলেন,‘আমার বিশ্বাস দু’ তরফেই একসঙ্গে স্টেজ শেয়ার করতে চায় না।’ আর ততই যেন আগুনে ঘি পড়েছিল। কোনও রাখঢাক না করেই ‘আগেরবারও আমরা যখন কপিলের শো-তে গিয়েছিলাম ও ছিল না। কিন্তু সেই এপিসোডও হিট হয়েছিল। জানি এটাও হবে। ও ছাড়া শো চলবে না এমনটা তো নয়। গোবিন্দা আগের বছরই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে পারিবারিক বিষয় নিয়ে ও কথা বলবে না মিডিয়ার সামনে। সেখানে ক্রুষ্ণার তরফে বারবার একই কাজ করা হচ্ছে।’
For all the latest entertainment News Click Here