ভাই-বোন হয়ে বড় পর্দায় ধরা দেবেন ওম-দেবলীনা, প্রতিবাদ করতে আসছে ‘ক্লাউন’
‘রঙ্গবতী’র পর ফের বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন দেবলীনা কুমার এবং ওম সাহানি। আসতে নতুন বাংলা ছবি ‘ক্লাউন’। পরিচালকের আসনে ঋক চট্টোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ওম সাহানি, দেবলীনা কুমার ও ইন্দ্রনীল চৌধুরী। ভাই-বোনের ভূমিকায় দেখা যাবে ওম-দেবলীনাকে।
এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান চিকিৎসক-অভিনেতা বি ডি মুখোপাধ্যায়কে। দেবলীনার বিপরীতে বড় পর্দায় প্রথম পা রাখতে চলেছেন ইন্দ্রনীল চৌধুরী। এক ক্রাইম থ্রিলার ‘ক্লাউন’। ছবিতে পরতে পরতে রয়েছে রহস্য। শুরু হয়েছে ‘ক্লাউন’-এর শ্যুটিং।
ছবিটি তৈরি হয়েছে সামাজিক প্রেক্ষাপটে। ন্যায়, প্রতিবাদ, প্রতিরোধই সুষ্ঠু সমাজ গঠনের প্রধান মাপকাঠি। প্রতিটি মানুষের দুটি দিক আছে। আলো এবং ছায়া। প্রত্যেকেই চায় তাদের জীবনে কেবল আলোটুকুই থাকুক। তাই তাঁরা নিত্যদিনের অন্যায়ের কোনও প্রতিবাদ করেন না। বরং মুখ বুজে সবটাই সহ্য করে নিতে চেষ্টা করেন ৷ একদিন অত্যাচারে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে তাদের ছায়া বেরিয়ে আসে। আর ‘ক্লাউন’-এর গল্পটা অনেকটা এমনই একটা ছায়ার গল্প।
একটি অতি সাধারণ ছেলের জীবনকে আবর্তিত করে এগিয়েছে ছবির গল্প। যাঁর জীবনে সর্বদা অন্যায় হয়েছে। তাঁর সামনেই তাঁর বোনকে ধর্ষণ করা হয়। মায়ের সঙ্গে অবিচার করা হয়। আজ তাঁর একমাত্র পরিচয় সে একজন বেজন্মা। অপমান আর অবহেলায় একদিন তার পিঠ দেয়ালে ঠেকে যায়। এক দিন প্রতিবাদে ফেটে পড়ে সে। আইন তুলে নেয় নিজের হাতে। তার ভিতর থেকে বেরিয়ে আসে ‘ক্লাউন’। যে নিজের মতো করে সবাইকে শাস্তি দিতে শুরু করে।
পরিচালক ঋক চট্টোপাধ্যায়ের সঙ্গে এটাই প্রথম কাজ ওমের। পুরোপুরি ভিন্ন লুকে বিতে দেখা যাবে অভিনেতাকে। ড: ইন্দ্রনীল চৌধুরীর প্রযোজনায় সিনেরিও ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here