ভাই কা বার্থ ডে! সলমনের জন্মদিনের চমক শাহরুখ, আর কারা এলেন বিশেষ অতিথি হয়ে?
৫৭ বছরে পা রাখলেন বলিউডের সবচেয়ে এলিজেবল ব্যাচেলার সলমন খান। আর প্রতিবারের মতো এবারও মাঝরাত থেকেই চলল আনন্দউদযাপন। হাজির ছিলেন ভাইজানের কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা। কালো টি-শার্ট আর কালো প্যান্টে এদিন দেখা মিলল সলমনের। মিডিয়ার সঙ্গে কেক কেটে তাঁদেরকেও ধন্যবাদ জানাতে ভুললেন না।
কারা ছিল অতিথি তালিকায়? বড় আয়ুশ শর্মাকে নিয়ে এসেছিলেন বোন অর্পিতা খান। পার্টিতে প্রথম আসা অতিথিদের মধ্য ছিলেন টাবু। বোন অলভিরা আসেন স্বামী অতুল অগ্নিহোত্রিকে সঙ্গে নিয়ে। সলমনের পার্টিতে গ্ল্যামার যোগ করেছেন সোনাক্ষী শর্মাও, অল ব্ল্যাক অউটফিটেই দেখা মিলল দাবাং নায়িকার।
সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও এসেছিলেন, রয়্যাল ব্লু রঙের মিনি ড্রেসে। ডেনিম লুকে পার্টিতে হাজির হন কার্তিক আরিয়ান। এছাড়াও ছিলেন রীতেশ ও জেনেলিয়া দেশমুখ, সিদ্ধান্ত চতুর্বেদী। এমনকী, পুলকিত সম্রাট এসেছিলেন বান্ধবী কৃতি খরবন্দাকে নিয়ে।
পার্টিতে ছিলেন সম্প্রতি সলমনের সঙ্গে নাম জড়ানো, ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর নায়িকা পূজা হেগড়ে। ছিলেন সলমনের বিদেশি বান্ধবী ইউলিয়া ভান্তুর। তবে আসেননি জ্যাকলিন ফার্নান্জেড। সলমনের কাছের মানুষ বলে পরিচিত তিনিও। সুকেশ মামালায় জড়িয়ে থাকার কারণেই কি সলমনের বাড়ির পার্টি মিস করলেন?
পার্টির বড় চমক নিসন্দেহে শাহরুখ খান। সবার শেষে তিনি এন্ট্রি নেন ভেন্যুতে। ফোটোর জন্য না দাঁড়িয়ে সোজা ঢুকে যান।
কাজের সূত্রে, সলমন খানকে এরপর দেখা যাবে ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে, যা মুক্তি পাওয়ার কথা ২০২৩-এর ইদে। লাইনে আছে সলমন-ক্যাটরিনার বহু প্রতিক্ষীত ছবি ‘টাইগার ৩’-ও। যা ২০২৩ সাডের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা।
For all the latest entertainment News Click Here