ভরা মঞ্চে গুলিবিদ্ধ গায়িকা,মাইক হাতে লুটিয়ে পড়েন মাটিতে! ধুন্ধুমার কাণ্ড বিহারে
আনন্দের মাঝেই কান্নার রোল! লাইভ অনুষ্ঠানে গান গাইতে গিয়ে গুলিবিদ্ধ গায়িকা নিশা উপধ্যায়। এই চাঞ্চল্যকর ঘটনা বিহারের সরন জেলার। উপনয়ণ উপলক্ষ্য়ে আয়োজিত এক ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছিলেন ভোজপুরি গায়িকা নিশা, আচমকাই গুলি এসে লাগে তাঁর শরীরে। মাটিতে লুটিয়ে পড়েন গায়িকা, যার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
নিশার বাঁ পা-এ গুলি লাগে বলে খবর হাসপাতাল সূত্রে। এই মুহূর্তে পাটনার ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন নিশা, তাঁর পরিস্থিতি স্থিতিশীল। বুলেট বার করা হয়েছে গায়িকার শরীর থেকে, ট্রমার মধ্যে রয়েছেন ভোজপুরী গায়িকা। প্রত্যক্ষদর্শীদের কথায়, নিশার গান শুনে উত্তেজিত হয়ে পড়ে সেলিব্রেশনের মুডে থাকা অতিথিরা। কিছু মানুষ এরপর আকাশের দিকে বন্দুক উঁচিয়ে গুলি চালাতে শুরু করে। বিহার-উত্তরপ্রদেশে ঘরোয়া অনুষ্ঠানে ওপেন ফায়ার নতুন ঘটনা নয়, গুলি চালানোর সময় একটি গুলি এসে লাগে নিশার শরীরে। ততক্ষণাৎ মঞ্চে লুটিয়ে পড়েন গায়িকা। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জ্ঞান হারিয়েছিলেন নিশা। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন নিশা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিশার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গায়িকার পরস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা।
জনতা বাজার পুলিশ স্টেশনের এক আধিকারিক জানান, ‘এই ঘটনার ব্যাপারে আমারা জেনেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। আমরা গোটা বিষয়টা খতিয়ে দেখছি। কীভাবে গুলি চলল, এবং সেই গুলি চালানোর পিছনে কারা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়।
সরন জেলার গৌর বসন্ত গ্রামেরই মেয়ে নিশা। এখন যদিও পাটনার বাসিন্দা সঙ্গীতশিল্পী। প্লে-ব্যাক গান গাওয়ার পাশাপাশি স্টেজ পারফরমার হিসাবেও পরিচিত নিশা। সেলিব্রেশনের মাঝে ওপেন ফায়ার করলে ব্যবহারকারীর বন্দুকে লাইলেন্স বাতিল করা হবে এমন কথাও জানিয়েছে বিহার সরকার। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতিতে কোনওরকম বদল আসেননি।
For all the latest entertainment News Click Here