‘ভয় দেখিয়ে কাজ..’, মুকুট ছেড়ে বিস্ফোরক অভিযোগ অভিনেতার! প্রযোজকের পাশে শ্রাবণী
বিতর্ক যেন পিছু ছাড়ছে না ‘মুকুট’ ধারাবাহিকের। দিন কয়েক আগেই প্রয়োজনা সংস্থার সঙ্গে মতের মিল না হওয়ায় ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র থেকে সরে দাঁড়ান অভিনেত্রী শ্রীপর্ণা রায়। ফের ব্লুজ প্রোডাকশনের এই সিরিয়াল ছাড়লেন আরও এক অভিনেতা। ‘মুকুট’-এ নেগেটিভ চরিত্র রমণীমোহন হালদারকে বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছে না দর্শক। যে ভূমিকায় অভিনয় করতেন যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই ফেসবুকে এক বিস্ফোরক স্টেটাস লিখে ব্লুজ প্রোডাকশনের জোড়া সিরিয়াল ছাড়ার কথা জানান অভিনেতা।
শুধু ‘মুকুট’ নয়, একই সংস্থার ‘নায়িকা নম্বর ১’-এ কাজ করছিলেন যুধাজিৎ। তিনি জানান, ‘শিল্পীর মানহানি করে শিল্পকে ভালোবাসার মিথ্যে অভিনয়টা আর সহ্য হলো না। ভালোবেসে কাজটাই শুধু করতে পারি আর সেটুকুই করি। বিদায় অহংকার’। যুধাজিৎ এক সাক্ষাৎকারে ‘ব্লু’জ প্রোডাকশন’-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে জানান, তাঁকে স্পষ্টভাবে কিছু না জানিয়েই আমচকা বসিয়ে দেওয়া। দুই সিরিয়ালের শ্যুটিংয়ের জন্যই ডেট দেওয়া হচ্ছিল না। টলি ফ্যাক্টসকে যুধাজিৎ জানান, ‘আমি বারবার জিগ্গেস করেছি কারণটা কী? এমন একটা পরিবেশ তৈরি হচ্ছিল যেখানে ভয়ে কাজ করা হচ্ছে। এমনভাবে ভালো কাজ হয় না’। প্রযোজকদের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও সমাধানসূত্র মেলেনি। তিনি বলেন, ‘অপমানিত হওয়ার আগে আমি ছেড়ে দিলাম। চোখের সামনে দেখেছি অনেক সিনিয়র অভিনেতা কাজ চলে যাওয়ার ভয়ে কিছু বলে না, অপমান গিলে নেয়’।
ইন্ডাস্ট্রিতে ১৮ বছর পার করে ফেলেছেন যুধাজিৎ। তাঁর কথায়, ‘ইন্ডাস্ট্রিতে বন্ধু খুব কম। শিল্পী নিজের নায্য় মর্যাদা যেন পায় এটাই আমি চাই…. টাকার জন্যই সবাই কাজ করে, তবে সেই টাকার জন্য আমি কারুর সামনে শিরদাঁড়াটা বেঁকাতে পারব না… অপমানিত হওয়ার আগেই সরে যাওয়া ভালো। আপোস করতে হবে যখন, সেখানে সরে যাওয়াই ভালো’।
যুধাজিৎ-এর এই বক্তব্য নিয়ে টেলিপাড়ায় শোরগোল। ‘ব্লু’জ প্রোডাকশন’-এ কাজ করা একাধিক নায়িকা তাঁদের প্রিয় ‘দাদা’ স্নেহাশিস চট্টোপাধ্য়ায়ের পাশে দাঁড়িয়েছেন। পর্দার মুকুট অর্থাৎ শ্রাবণী ভুঁইয়া সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানান।
শ্রাবনী যুধাজিৎ-এর নাম না করেই লেখেন, ‘আমি বর্তমানে ব্লুজ-এর মুকুট সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করছি। প্রায় পাঁচ বছর ধরে এই প্রতিষ্ঠানে আমি সসম্মানে কাজ করছি এবং আমি অভিনেত্রী হিসাবে নিজেকে ধন্য মনে করি ব্লুজ সংস্থা থেকে নিজের যাত্রা শুরু করে। কয়েকদিন ধরে দেখছি একজন মানুষ মন্দির-সমান এই প্রতিষ্ঠানটির নামে মিথ্যে অপবাদ রটানোর চেষ্টা করছে।’
এরপর সরাসরি যুধাজিৎ-কে বিঁধে শ্রাবণী লেখেন- ‘ব্লুজ-এ প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী সম্মানের সঙ্গে বিনা ভয়ে কাজ করে। শুধু শিল্পী নয়, প্রত্যেক টেকনিশিয়ানকেও আলাদা সম্মান দেওয়া হয়। সবাই খুব নিষ্ঠা মেনেই কাজ করে। এটা একটা সুরক্ষিত প্রতিষ্ঠান। মাসের শুরুতেই সকলকে তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়’। বিপদ-আপদে শিল্পীদের পাশে দাঁড়ান প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী জানান শ্রাবণী। সবার ‘ঢাল’ হয়ে দাঁড়ান স্নেহাসিস দা, জানান অভিনেত্রী। সব শেষে কড়া ভাষায় ‘মাধবীলতা’ খ্যাত অভিনেত্রী লেখেন- ‘স্নেহাশিসদা এত মানুষের দায়িত্ব নিয়ে বসে রয়েছেন তাঁকে দয়া করে অপমান করবেন না’।
শুধু শ্রাবণী নন, যুধাজিতের বক্তব্য শুনেই বিরক্ত তাঁর অনেক সহকর্মীই। অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়, প্রেরণা ভট্টাচার্য, ইন্দ্রাক্ষী দে-সহ ব্লুজ প্রোডাকশনের একাধিক অভিনেত্রী রুখে দাঁড়িয়েছেন। সবারই বক্তব্য ‘দাদা (স্নেহাশিস)-র মতো মানুষ হয় না’। যদিও গোটা বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী। এই মুহূর্তে জি বাংলায় ‘জগদ্ধাত্রী’, ‘মুকুট’ সিরিয়াল দুটি সম্প্রচারিত হচ্ছে ব্লুজের। অন্যদিকে ‘মাধবীলতা’ আচমকা বন্ধ করার পর স্টার জলসায় এই মুহূর্তে কোনও সিরিয়ালই চলছে না সংস্থার
For all the latest entertainment News Click Here