ভয়ানক ট্রোল, তবু পাত্তা দিচ্ছেন না তনিষ্ক! কারণ আগেই নাকি পেয়েছেন পুরস্কার
তনিষ্ক বাগচীকে বারংবার সমালোচনার মুখে পড়তে হয়েছে, আর তার একটাই কারণ, তিনি হিন্দি ছবিগুলোতে নতুন অরিজিন্যাল গানের বদলে সমস্ত পুরনো গানগুলোকে নতুন করে অ্যারেঞ্জ করছেন বা রিমিক্স করছেন। কিন্তু গায়ক জানালেন তিনি এই সমস্ত ট্রোল নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। তিনি না ভাবলেও আয়ুষ্মান খুরানার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতে তনিষ্ক ‘আপ জেয়সা কই’ গানটির যে রিমিক্স ভার্সন বানিয়েছেন সেটা শ্রোতাদের মোটেই পছন্দ হয়নি। আর সেই কারণে তাঁকে যথেষ্ট ট্রোলের মুখেও পড়তে হয়।
এই গানটি আদতে পাকিস্তানি পপ গায়িকা নাজিয়া হাসানের গাওয়া এবং সেই ভিডিয়োতে জিনাত আমানকে দেখা গিয়েছিল। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে গায়ক জানান, ট্রোলার তাঁকে কী বলছে, কী ভাবছে সেটা নিয়ে তিনি বিশেষ ভাবেন না, বরং তিনি ভীষণ মন দিয়ে তাঁর কাজটা করেন।
তনিষ্কের কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় কী নেতিবাচক মন্তব্য আসছে, কে আমাকে ট্রোল করছে সেটা দেখার সময় আমার কাছে নেই। আমি সব সময় আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার একটা গান তৈরি হয়ে গেলেই আমি পরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমার কাজটাই আমার ভালোবাসা, কে কী বলল তাতে আমি বিশেষ পাত্তা দিই না। নিজের একটি অরিজিন্যাল গানের জন্য পুরস্কার পেয়ে গেছি এটাই বড় কথা।’ ‘শেরশাহ’ ছবির ‘রাতা লাম্বিয়া’ গানটির জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন।
টুইটারে একাধিক পাকিস্তানি ব্যক্তি তনিষ্কে এই গানের জন্য বিশ্রীভাবে ট্রোল করেছেন। তাঁদের মতে গায়ক আসল গানটির পুরো মাধুর্য নষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকিও এই গানটির বিষয়ে টুইটারে তাঁর মতামত জানিয়েছেন। তিনি লেখেন, ‘পৃথিবীজুড়ে কি নতুন করে কোনও সমস্যা তৈরি হল যে সবাই উঠে পড়ে লেগেছে পুরনো ক্লাসিক গানগুলোকে নষ্ট করতে! গানগুলোকে নতুন করে অ্যারেঞ্জ করতে গেলে তার জন্য দক্ষতা লাগে। নাজিয়া হাসান হয়তো তাঁর কবরেই এটা শুনে বিরক্ত হচ্ছেন!’
যখন গায়ককে জিজ্ঞেস করা হয় যে এখন তো সবাই ইনস্টাগ্রামে কোনও না কোনও গানের নতুন অ্যারেঞ্জমেন্ট করে, রিমিক্স করে সেটা পোস্ট করছে, এমনকি কিছুদিন আগেই লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ গানটির রিমিক্স ভার্সন তৈরি হয়, এবং এক পাকিস্তানি যুবতীর কারণেই সেটা ভাইরাল হয়ে যায়, সেই বিষয়ে তাঁর কী মত? তনিষ্ক জানান, যতক্ষণ কোনও জিনিস মানুষের ভালো লাগছে সেটা অসুবিধার কারণ হতে পারে না। ‘ওরা ওদের মতো নতুন একটা জ্যঁর তৈরি করছে। মানুষের মনোসংযোগ কমছে, এক জিনিস বেশিক্ষণ দেখতে পছন্দ করে না। এখন ১৫ সেকেন্ডের রিল দেখা যায় কিছুদিন পর ২ সেকেন্ডের হবে,’ এমনটাই জানান তিনি।
তনিষ্ক জানান তিনি বর্তমানে ‘কাম ডাউন’, ‘পাসুরি’, ‘ঝুম’ এই গানগুলোতে মজে রয়েছেন। কিন্তু যখন তাঁকে প্রশ্ন করা হয় কোন গানটির রিমিক্স তিনি বানাতে চাইবেন না বা বানাবেন না, তিনি বলেন এটা তাঁর হাতে নেই। সম্প্রতি গোবিন্দ নাম মেরা ছবিতে তাঁর আরেকটি অরিজিন্যাল গান বানা শারাবি বেশ জনপ্রিয় হয়েছে।
For all the latest entertainment News Click Here