‘ভয়ডরহীন হতে বলেছিলাম’, তিলককে দেওয়া পরামর্শ নিজেই কাজে লাগাতে পারলেন না রোহিত!
তিলক বর্মাদের সাহসী ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেটা নিজে করে দেখাতে পারলেন না রোহিত শর্মা। যা কার্যত নিজেই স্বীকার করে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তিনি স্বীকার করে নিলেন, ব্যাটিংয়ের জন্য আদর্শ পিচ ছিল। কিন্তু প্রথম ছয় ওভারে ব্যাটিং বিপর্যয়ের জন্য ডুবে যেতে হল। সেইসঙ্গে বোলিংও ঠিকমতো হয়নি।
রবিবার ২২ বল বাকি থাকতেই আট উইকেটে বিরাট কোহলিদের কাছে হারের পর রোহিত বলেন, ‘(ব্যাটিংয়ের) প্রথম ছয় ওভারে আমাদের শুরুটা একেবারে ভালো হয়নি। তবে তিলক দুর্দান্ত খেলেছে। অন্য কয়েকজন ব্যাটারও ভালো খেলেছে। কিন্তু তারপর আমরা ভালো বল করতে পারিনি। যে পরিকল্পনা করেছিলাম, সেটা কাজে লাগাতে পারেনি। তবে ঠিক আছে। প্রথম ম্যাচ এটা। এরকম হতে পারে। সার্বিকভাবে এটা ব্যাটিংয়ের জন্য ভালো পিচ ছিল। আমরা ভালো ব্যাট করতে পারিনি।’
আরও পড়ুন: Kohli fumes during RCB vs MI match: কার্তিক-সিরাজের ধাক্কাধাক্কিতে ফস্কাল রোহিতের সহজ ক্যাচ, খেপে লাল বিরাট: ভিডিয়ো
চিন্নস্বামীতে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে মুম্বইয়ের শুরুটা ভয়ংকর হয়। প্রথম ছয় ওভারের মধ্যেই তিন উইকেট পড়ে যায়। ১০ বলে এক রান করেন রোহিত। ১৬ বলে ১৫ রান করেন সূর্যকুমার যাদব। ব্যর্থ ক্যামেরুন গ্রিনও। একমাত্র তিলক ছাড়া কোনও টপ বা মিডল অর্ডারের ব্যাটার দাঁড়াতে পারেননি। শেষপর্যন্ত তিলকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রান তোলে মুম্বই। ৪৬ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি। ১৩ বলে ২১ রান করেন নেহাল ওয়াধেরা এবং নয় বলে অপরাজিত ১৫ রান করেন আরশাদ খান। তবে তাঁদের চেষ্টা কাজে আসেনি। চরম ঔদ্ধত্যের সঙ্গে মুম্বইকে গুঁড়িয়ে দেয় ব্যাঙ্গালোর।
আরও পড়ুন: RCB vs MI IPL 2023: ১০ বলে ১ রান রোহিতের, ১৬ বলে ১৫ করলেন SKY-র, সেখানে ৪৬ বলে একাই ৮৪ হাঁকালেন তিলক
তারইমধ্যে তিলকের প্রশংসায় পঞ্চমুখ হন রোহিত। তিনি বলেন, ‘ও অত্যন্ত ইতিবাচক ব্যক্তি। অত্যন্ত প্রতিভাবানও বটেও। আজ এমন কয়েকটি শট খেলেছে, যাতে ওর ভয়ডরহীন মনোভাব ফুটে উঠেছে। আমরা চাইছিলাম যে ওরকম ভয়ডরহীন ক্রিকেট খেলুক। (ওরকম শুরুর পরও) ওরকম রান (সাত উইকেটে ১৭১ রান) তোলার জন্য সেলাম জানাচ্ছি তিলককে।’
ইতিবাচক রোহিত
আইপিএলের শুরুতেই বড় ব্যবধনে হেরে গেলেও এখনই আশাহত হতে রাজি নন রোহিত। বরং দুমড়ে গেলেও ইতিবাচকতা খোঁজার চেষ্টা করেছেন। তাঁর বক্তব্য, এটা সব মরশুমের প্রথম ম্যাচ। তাছাড়া নিজেদের দক্ষতার ৫০-৬০ শতাংশ স্তরে খেলেই ১৭১ রান তুলেছে মুম্বই। আজ আরও ৩০-৪০ রান তুলতে পারলে ভালো হত।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here