‘ভগবান শিবও পারবে না শিবসেনাকে বাঁচাতে’, ইস্তফা নিয়ে উদ্ভব ঠাকরেকে ঠুকলেন কঙ্গনা
বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শিবসেনার উদ্ভব ঠাকরে। এবার এই ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করলেন তিনি।
ভিডিয়ো বার্তা শেয়ার করে কঙ্গনা ক্যাপশনে লিখলেন, ‘যখন অশুভরা জায়গা করে নেয়, তখন ধ্বংস আসন্ন। আর তারপর নতুন করে সৃষ্টি হয়। জীবনের নতুন ফুল প্রস্ফুটিত হয়।’ ভিডিয়োতেও কঙ্গনাকে বলতে শোনা গেল ১৯৭৫ সালে ভারতের গনতন্ত্র রচিত হওয়ার পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা। অভিনেত্রী বললেন, ‘২০২০ সালেই আমি বলেছিলাম গণতন্ত্র আসলে বিশ্বাসের উপরে দাঁড়িয়ে। আর যারা ক্ষমতায় মাতাল হয়ে পড়ে আর মানুষের বিশ্বাস ভাঙে, তারা দম্ভও খুব জলদি ভেঙে যায়। আর এটা কোনও ব্যক্তি বিশেষের শক্তি নয়, এই শক্তি সঠিক চরিত্রের।’
শিবসেনা সম্পর্কে এরপর কঙ্গনা বলে ওঠেন, ‘ভগবান শিবের অবতার হিসেবে মানা হয় হনুমানকে। আর তাই যখন শিবসেনা হনুমান চল্লিশাকে ব্যান করে, তখন শিবও তাদের বাঁচাতে পারে না। হর হর মহাদেব। জয় হিন্দ। জয় মহারাষ্ট্র।’
এর আগে উদ্ভব ঠাকরেকে ‘নেপোটিজমের সবচেয়ে খারাপ ফলাফল’ বলে উল্লেখ করেছিলেন। মুম্বই নিয়ে কঙ্গনার সমালোচনার নিন্দে করেছিলেন উদ্ভব সেই সময়। আর তা নিয়ে কঙ্গনা টুইটারে লিখেছিলেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে তোমার লজ্জা পাওয়া উচিত। একজন পাবলিক সারভেন্ট হয়ে তুমি এই নগন্য বিতর্কে যোগ দিচ্ছ, যারা তোমার সঙ্গে সহমত নয় তাদের ভয় দেখাতে নিজের ক্ষমতা অপব্যবহার করছ! নোংরা রাজনীতি করে যে চেয়ারে তুমি বসেছ, তুমি সেটার যোগ্য নও।’
For all the latest entertainment News Click Here