ভক্তদের ডাকে সাড়া! আব্রামকে নিয়ে মন্নতের ব্যালকনি থেকে ইদের শুভেচ্ছা শাহরুখের
আজ কুরবানির ইদ। দেশজুড়ে পালিত হচ্ছে ইদ উল আধা বা বখরি ইদ। সকাল থেকে চলছে শুভেচ্ছা বিনিময়ের পর্ব। বাদ নেই তারকারাও। খুশির ইদের পর, বছরের দ্বিতীয় ইদটাও ভক্তদের ইদ আরও খানিক শুভ করার দায়িত্ব নিলেন শাহরুখ খান। রবিবার রাজপুত্তর আব্রামকে সঙ্গে নিয়ে মন্নতের ব্যালকনিতে ধরা দিলেন শাহরুখ, বিনিময় করলেন ইদের শুভেচ্ছা।
মুসলিম ধর্মের মানুষদের কাছে সব সময় পবিত্রের এবং আনন্দের এই দিন। তবে ধর্ম নির্বিশেষে ইদের দিন মন্নতের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। ব্যালকনিতে তাঁদের ‘চাঁদ’-এর দর্শন পাওয়ার অপেক্ষায়। মুম্বইতে শাহরুখ ফ্যানেদের নিরাশ করেন না কিং খান, এদিন তার ব্য়তিক্রম নয়।
এদিন ব্লু ডেনিম আর সাদা শার্টে ধরা দিলেন শাহরুখ, চোখে রোদ চশমা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় পর্ব সারলেন। বাবাকে হুবহু নকল করবার চেষ্টা করল খুদে আব্রাম। লাল টি-শার্ট আর কালো রঙের প্যান্টে লেন্সবন্দি হলেন শাহরুখের ছোট ছেলে।
এদিন মন্নতের বাইরের জনসমুদ্রের উদ্দেশ্যে উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সেলাম ঠুকলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে শাহরুখ-আব্রামের এই ছবি গুলি। ফ্যানেরা বলছেন, ‘ইদি পেয়ে গেছি’।
২ বছর ধরে করোনার কারণে শাহরুখ খানের ‘ইদ দর্শন’ স্থগিত ছিল। তবে চলতি বছর খুশির ইদে মন্নতের ব্যালকনিতে ধরা দিয়েছিলেন শাহরুখ, বখরি ইদেও হতাশ করলেন না তারকা।
উল্লেখ্য, দীর্ঘ চার বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব থাকবার পর শীঘ্রই শাহরুখ ফিরছেন ব্যাক টু ব্যাক রিলিজ নিয়ে। ‘পাঠান’ ছবির কাজ শেষ করেছেন তারকা, আপতত ‘জওয়ান’-এর শ্যুটিং-এ ব্যস্ত তিনি। এছাড়াও তাঁর হাতে রয়েছে রাজ কুমার হিরানির ‘ডানকি’।
For all the latest entertainment News Click Here