ভক্তদের জন্য বিশেষ টিপস অনুষ্কার, নিজেকে ফিট রাখতে কী বললেন পর্দার ঝুলন গোস্বামী
অনুষ্কা শর্মা এবং বিরাট হামেশাই নানা কারণে প্রচারের আলোয় উঠে আসেন। আদর্শ ফ্যামিলি পারসন বলতে যা বোঝায় দুজনেই ঠিক যেন তাই। ভক্তদের সামনে তাই তো তাঁরা বারবার পারফেক্ট কাপল গোল সেট করে দেন। দুজনে মিলে জীবনে অনেক বদল এনেছেন তাঁরা। এবার পুমার একটি শোতে গিয়ে অভিনেত্রী নানা বিষয়ে নিজের মতামত জানালেন।
‘পতি পরমেশ্বর’ বিরাটের সঙ্গে পুমার ফ্যাম জ্যাম ইভেন্টে অংশ নিয়েছিলেন অনুষ্কা। দেদার আড্ডায় একদম খোশ মেজাজে দেখা গেল এই তারকা জুটিকে। সেখানেই সঞ্চালক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন তাঁর এমন কোন গুণ আছে যা সবার তাঁর থেকে নেওয়া উচিত। তিনি এমন কী করেন যা সবার উচিত তাঁর থেকে শেখা। এর উত্তরে অভিনেত্রী যা যা বললেন তাতে উপস্থিত সকলের মুখে প্রায় একপ্রকার তালা পড়ে গিয়েছিল। সকলেই হাঁ হয়ে যান তাঁর কথায়।
এদিন সঞ্চালকের প্রশ্নের উত্তরে অনুষ্কা বলেন, ‘আমি জানি আমি এখন যেটা বলতে চলেছি সেটা কেউই তাঁদের জীবনে করবেন না। আর সেই জিনিসটা হল জলদি ঘুমানো। একান্ত না পারলে অন্তত যেন সকলে নৈশ ভোজ জলদি সেরে নেন।’ অভিনেত্রী নিজে কখন খান বা ঘুমান? এর উত্তরে তিনি জানিয়ে দেন ‘আমি সন্ধ্যা ৫.৩০ থেকে ৬ টার মধ্যে খেয়ে নিই রাতের খাবার। আর রাত ৯-৯.৩০ এর মধ্যে ঘুমিয়ে পড়ি। আমার কোনও সোশ্যাল লাইফ নেই। কিন্তু আমি এতে ভালো আছি। অনেক বছর ধরে এটা রপ্ত করেছি। এই অভ্যাসের কারণে এখন আমার স্বাস্থ্য দারুণ ভালো আছে। এটার জন্য আমার ভালো ঘুম হয়, আমার ঘুম সংক্রান্ত যা যা সমস্যা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমি এখন অনেক ভালো করে ভাবতে পারি। সকাল ঘুম থেকে উঠে অনেক বেশি এনার্জেটিক ফিল করি।’
অভিনেত্রীর উত্তরে রীতিমত অবাক হয়ে যান। তিনি তাঁর নৈশ ভোজের সময় শুনে জিজ্ঞেস করে ফেলেন ৫.৩০ টায় ডিনার করলে লাঞ্চ কখন করেন? উত্তরে অনুষ্কা বলেন সকাল ১১-১১.৩০ -এর মধ্যে। এটা শুনে হাসতে হাসতে বলেন, ‘এখানে উপস্থিত অনেকেই সেই সময় কাজও শুরু করেন না!’
আড্ডা হাসি মজার মধ্যেও অভিনেত্রী তাঁর ভক্তদের ভালো থাকার এই মন্ত্রটি দেন। প্রসঙ্গত ২৬ মে শুক্রবার তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। একটি ক্রিম রঙা অফ শোল্ডার গাউনে তাঁকে এদিন দেখা যায়।
আগামীতে অভিনেত্রীর চাকদা এক্সপ্রেস ছবিটি মুক্তি পেতে চলেছে। এখানে তাঁকে ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here