বয়স নিয়ে কটাক্ষ, পাকা চুলের ছবি দিলেন শ্রীলেখা! প্রশ্ন, ‘আমায় নিয়ে পাগল কেন?’
রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ছবি শেয়ার করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নো ফিল্টারে বিশ্বাসী তিনি বরাবরই। তাই মেকআপ ছাড়া ঘরের পোশাকেও প্রায়শই সেলফি পোস্ট করে থাকেন। আর এবার দিলেন পাকা চুলের ছবি! যদিও সঙ্গে বুঝিয়ে দিলেন শুধু চুল না, পাকছে তাঁর বুদ্ধিও। তাই তো ট্রোলারদের জন্য বিশেষ বার্তা শেয়ার করতেও ভুললেন না মোটেই!
রবিবার ফেসবুকে ছবি শেয়ার করে শ্রীলেখা লেখেন, ‘আমার মাথার সাদা অংশ (আমার পাকা চুল) হ্যাঁ আমার বয়স বাড়ছে আপনাদেরই মতো। আর সাথে বুদ্ধিও বাড়ছে। বেড়েছে ধৈর্য, পেয়েছি প্রশংসাও। তবে বন্ধু কমেছে, শত্রু বানিয়েছি আর কিছু অর্থ উপার্জন করেছি। সুতরাং আমাকে ‘বয়স নিয়ে কটাক্ষ’ করার আগে আমার একটু প্রশংসা করুন। আর নিজেকে জিজ্ঞেস করুন কেন আমায় নিয়ে এত পাগল আপনারা? বাজারে থুরি রাজ্যে কি রাজকন্যে কম পড়েছে?’
শ্রীলেখা মিত্রকে নিয়ে চর্চার অবশ্য কমতি নেই। কিছুদিন আগেই ফেসবুক লাইভে এসে চোখের জল ফেলে শ্রীলেখা অভিযোগ জানিয়েছিলেন কীভাবে নিজের সারমেয়দের জন্য নিজের ফ্ল্যাটেরই বাসিন্দাদের কাছে হেনস্থা হতে হয়েছে তাঁকে। শ্রীলেখার পোষ্য প্রেম কারওরই অজানা নয়। এক পোষ্যকে দত্তক দিতে গিয়ে যে কাণ্ড হয়েছিল তা নিয়েও কম চর্চা হয়নি! সেসময়তেও বহু কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন তিনি।
‘বুড়ি’, ‘থলথলে বউদি’, ‘কম-রেট’র মতো নানা কথাও তাঁর দিকে ভেসে এসেছে এর আগে। যদিও ট্রোলারদের মুখ বন্ধ কীভাবে করতে হয় তা জানা আছে তাঁর। তাই তো, নিজের সমালোচকদের ফের দিলেন কড়া জবাব! তাও আবার নিজেরই হাসি মুখের একটা ছবি দিয়ে।
For all the latest entertainment News Click Here