বয়সে করিনার চেয়েও ছোট অভিনেত্রী ‘বুড়ো আমিরের মায়ের ভূমিকায়! সাফাই গাইলেন মোনা
বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ‘লাল সিং চড্ডা’ আমিরের। বক্স অফিসে ছবির ভাঁড়ারে তেমন টাকা আসছে না, দু দিনে মাত্র ১৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। চতুর্দিকে বয়কট রব উঠছে ছবির বিরুদ্ধে, তারপর আইনি জটেও জড়িয়ে গিয়েছে এই ছবি। সমালোচকদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি।
অধিকাংশ সমালোচকই হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমকে নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন ‘লাল সিং চড্ডা’র বেমানান কাস্টিং-এর কথা। ছবিতে ২৫ বছরের যুবক লালের ভূমিকায় ৫৭-র আমিরকে এক্কেবারে মানায়নি। ভিএফএক্সের সাহায্য যতই বয়স কমানোর চেষ্টা করা হোক না কেন, তা পর্দায় ফুটে উঠেছে। পাশাপাশি এই ছবিতে মোনা সিং-কে আমিরের মায়ের চরিত্রে খুব দৃষ্টিকটূ লেগেছে মত অনেক সমালোচকের। আসলে ছবিতে আমিরের নায়িকা করিনার চেয়েও বয়সে ছোট মোনা। কেন তাঁকে এই চরিত্রে কাস্ট করা হয়েছে? সেই হিসাব মাথায় ঢোকেনি অনেকেরই। আরও পড়ুন-‘দয়া করে লাল সিং চাড্ডাকে বয়কট করবেন না’, অনুরোধ করিনা কাপুর খানের
‘দ্য ফরেস্ট গাম্প’-এ মোনার চরিত্রে দেখা গিয়েছিল স্যালি ফিল্ডকে (Sally Field)। ৩৮ বছর বয়সী টম হাঙ্কসের মায়ের চরিত্রে ছিলেন ৪৮ বছর বয়সী স্যালি। বয়সের সেই ফারাক মেনে নেওয়া যায়। তবে মায়ের বয়স ছেলের চেয়ে ১৭ বছর কম, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন মোনা। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আগে এটা নিয়ে কথা বলিনি, কারণ আমি চেয়েছিলাম মানুষজন ছবিটা আগে দেখুক। আমি একজন অভিনেত্রী। আমি এখানে আমির খানের মায়ের রোল করছি না, আমি লালের মায়ের চরিত্রে রয়েছি। লালের যেমন সময়ের সঙ্গে বয়স বাড়ে ছবিতে, আমিও বুড়ি হই।’
এখানেই থেমে থাকেননি ‘জস্সি জায়সি কই নেহি’ খ্যাত অভিনেত্রী। তিনি বলেন, ‘এটা আমির খানের বায়োপিক নয়, যে ওঁনার বয়স ৫৭ আর ৪০ বছর বয়সী মোনা সিং তাঁর মায়ের চরিত্রে রয়েছে। সত্যি বলছি, বয়সের এই ব্যাপারটা আমার মাথায় একবারের জন্যও আসেনি যখন আমি ওই চরিত্রে অভিনয় করেছি। আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম যে ছবি দেখার সময় মানুষ বয়সের এই ফারাক নিয়ে মাথা ঘামাবে না’। আরও পড়ুন-লাল সিং চাড্ডা: মায়ের ভূমিকায় ৪০-এর মোনা! ট্রোলের বিরুদ্ধে মুখ খুললেন ৫৭-র আমির
এর আগে ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’-এ একসঙ্গে কাজ করেছিলেন আমির, মোনা এবং করিনা। রাজু হিরানির ওই ছবিতে করিনার দিদির চরিত্রে ছিলেন অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here