বয়কট ঝড়ে কাবু সলমন! জ্যোতিষে ভরসা রাখছেন কঠিন সময়ে?
সলমন খান—শুধু নামেই প্রেক্ষাগৃহে ভিড় উপচে পড়ে। অনায়াসে কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলে ছবি। কিন্তু সেই ম্যাজিক এখন কোথায়! বিগত এক বছরে বক্স অফিসে সাফল্যের মুখ দর্শনই হল না। নতুন ছবি মুক্তির আগে কি তাই একটু বেশি সাবধানী ‘ভাইজান’? বয়কট ঝড় থেকে রক্ষা পেতে ভরসা রাখছেন জ্যোতিষ শাস্ত্রে?
বলিউডের অন্দরে কান পাতলে তেমনই কানাঘুষো শোনা যায়। কাজেও তারই প্রতিফলন। ‘কভি ইদ কভি দিওয়ালি’ হয়ে গেল ‘কিসি কি ভাই কিসি কি জান’। আচমকা এই বদল কেন? গুঞ্জন, জ্যোতিষ শাস্ত্র মেনে ছবির নাম পরিবর্তন করেছেন সলমন। এই নামই নাকি বক্স অফিসে সাফল্য এনে দেবে।
জানা যাচ্ছে, সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই নামের সংখ্যা ৩৭। যা নাকি সলমনের জন্য শুভ সংখ্যা। তাই একাধিক নামের মধ্যে থেকে এই নামটিকেই বেছে নিয়েছেন ‘ভাইজান’।
(আরও পড়ুন: বলিউডে সাফল্যের ৩৪ বছর, বিশেষ দিনে নতুন ছবির লুক সামনে আনলেন সলমন)
‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’, ‘লাইগার’-এর মতো বড় বাজেটের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সলমনেরও শেষ দু’টি ছবিও বিশেষ ভালো আয় করেনি। এ হেন পরিস্থিতিতে আঁটঘাট বেঁধে ময়দানে নামছেন অভিনেতা। তাই ‘ভাইজান’, ‘কভি ইদ কভি দিওয়ালি’ হয়ে এসে অবশেষে ‘কিসি কি ভাই কিসি কি জান’-এ মন থিতু হয়েছে তাঁর। এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন ‘বিগ বস’ খ্যাত শেহনাজ গিল।
(আরও পড়ুন: মেয়েদের মারে, ওকে পুজো করা বন্ধ করুন, বিস্ফোরক সলমনের প্রাক্তন সোমি আলি)
আপাতত ‘টাইগার ৩’-এর কাজ নিয়ে সলমন। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সলমনের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কইফকে। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here