ব্লাড ক্যানসারে আক্রান্ত বোন, ফ্যানেদের কাছে অর্থ সাহায্য চাইলেন সায়ন ঘোষ
খারাপ খবর অভিনেতা তথা সঞ্চালক সায়ন ঘোষের অনুরাগীদের জন্য। সারাক্ষণ সকলকে হাসিতে মাতিয়ে রাখেন যে সায়ন, তিনি আপতত রয়েছেন কঠিন পরিস্থিতিতে। আচমকাই সায়নের জীবনে নেমে এসেছে অন্ধকার। কঠিন সময়ে অনুরাগীদের কাছে সাহায্যের জন্য কাতর আবেদন জানালেন ‘রেস্ট ইন প্রেম’ খ্যাত অভিনেতা। সায়নের বোন ব্লাড ক্যানসারে আক্রান্ত। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান না করতে সায়নের বোনের জীবন রক্ষা করা সম্ভব নয়। আর এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ লক্ষ টাকা। এই টাকা জোগাড়ের জন্যই অনুরাগীদের স্মরণাপন্ন হয়েছেন সায়ন। তবে শুধু অর্থ নয়, এই কঠিন সময়ে রক্ত দিয়েও ভক্তরা তাঁর বোনের জীবন বাঁচাতে পারে, জানান সায়ন।
সায়নের বোন চন্দ্রসেনা কোনার চক্রবর্তীর চিকিৎসার জন্য প্রচুর ও পজিটিভ রক্তের প্রয়োজন, তাই রক্তদানে ইচ্ছুক ব্যক্তিরাও এগিয়ে আসতে পারেন বলে জানিয়েছেন সায়ন। কৌতুকশিল্পী ফেসবুকের দেওয়ালে লেখেন, ‘আমার বোন চন্দ্রসেনা কোনার চক্রবর্তী বিগত একমাস ধরে ব্লাড ক্যান্সারে ভুগছে। ডাক্তারের কথা অনুযায়ী ওর চিকিৎসা ও বোনম্যারো (অস্তিমজ্জা) ট্রান্সপ্লান্টের জন্য ৫০লাখের বেশি টাকার প্রয়োজন আর প্রয়োজন প্রচুর O positive ব্লাড ডোনার।’
তিনি আরও লেখেন, ‘আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই খারাপ সময়ে কিছু আর্থিক সাহায্য করুন এবং রক্তদানে ইচ্ছুক O positive রক্তদাতারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমি যদি আপনাদের কিছুটা আনন্দ দিয়ে থাকি আশা করি আমার এই দুঃখের সময়ে আপনারা আমার পাশে থাকবেন।’
ইতিমধ্যেই নেটিজেনরা সাড়া দিয়েছেন সায়নের ডাকে। নিজেদের সাধ্যমতো সায়নের বোনের চিকিৎসার জন্য সাহায্য করছেন তাঁরা। সকলেই প্রার্থনা করছে, দ্রুত সুস্থ হয়ে ওঠবে সায়নের বোন। রক্তদানের জন্যও এগিয়ে এসেছে অনেকে।
For all the latest entertainment News Click Here