ব্র্যাবোর্নে দিল্লি মাঠে নামা মানেই ম্যান অফ দ্য ম্যাচ কুলদীপ, দেখুন পরিসংখ্যান
চলতি আইপিএলে ব্র্যাবোর্ন স্টেডিয়াম দিল্লি ক্যাপিটালসের কাছে পয়া হয়ে দেখা দিয়েছে। ব্যক্তিগতভাবে কুলদীপ যাদবকে ব্র্যাবোর্ন স্টেডিয়াম উইকেটের ডালি সাজিয়ে বরণ করে নিয়েছে এবারের আইপিএলে। এই মাঠে তিন ম্যাচে কুলদীপের যা পারফর্ম্যান্স, তাতে ব্র্যাবোর্নের সামনে দিল্লি ক্যাপিটালস তাঁর মূর্তি বসানোর চেষ্টা করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আসলে চলতি আইপিএলে দিল্লি এখনও পর্যন্ত মোট ৬টি ম্যাচে মাঠে নেমেছে। তারা তিনটি ম্যাচ খেলেছে ব্র্যাবোর্নে। বাকি যে তিনটি স্টেডিয়ামে আইপিএলের লিগ ম্যাচগুলি হচ্ছে, সেগুলিতে ১টি করে ম্যাচে লড়াইয়ে নেমেছে ক্যাপিটালস। উল্লেখযোগ্য বিষয় হল, ব্র্যাবোর্নের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছে দিল্লি। অন্য স্টেডিয়ামগুলিতে খেলা বাকি তিনটি ম্যাচেই হারতে হয়েছে ঋষভ পন্তদের।
আরও পড়ুন: DC vs PBKS: অ্যান্ডারসনকে রিভার্স স্যুইপ মারতে ভয় পান না পন্ত, অথচ পঞ্জাব ম্যাচের আগে নার্ভাস ছিলেন, কারণ জানালেন নিজেই
অবাক করার বিষয় হল, ব্র্যাবোর্নের তিনটি ম্যাচেই দিল্লির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কুলদীপ যাদব। তিনটি ম্যাচেই তিনি সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।
আরও পড়ুন:- DC vs PBKS: ‘ম্যাচের সেরার পুরস্কার আমার নয়, অক্ষরের প্রাপ্য’, অকপট কুলদীপ
দিল্লি ক্যাপিটালসের এ পর্যন্ত আইপিএল ২০২২ অভিযান ও কুলদীপের পারফর্ম্যান্স:-
১. ব্র্যাবোর্নে মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে পরাজিত করে দিল্লি। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন কুলদীপ যাদব।
২. পুণেতে গুজরাট টাইটানসের কাছে ১৪ রানে পরাজিত হয় দিল্লি। কুলদীপ ৩২ রানে ১ উইকেট নেন।
৩. ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের কাছে ৬ উইকেটে হেরে যায় দিল্লি। ৩১ রানে ২ উইকেট নেন কুলদীপ।
৪. ব্র্যাবোর্নে কলকাতা নাইট রাইডার্সকে ৪৪ রানে হারিয়ে দেয় ক্যাপিটালস। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কুলদীপ।
৫. ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির কাছে ১৬ রানে হেরে যায় দিল্লি। ৪৬ রানে ১ উইকেট নেন কুলদীপ।
৬. ব্র্যাবোর্নে পঞ্জাব কিংসকে ৯ উইকেটে পরাজিত করে ক্যাপিটালস। ২৪ রানে ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন কুলদীপ।
For all the latest Sports News Click Here