ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তেলুগু নায়িকা হামসা; বাকি ৭টি কেমোথেরাপি, লড়াই জারি
ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তেলুগু অভিনেত্রী হামসা নন্দিনী। বংশপরম্পরায় তাঁর শরীরে এই মারন রোগ বাসা বেঁধেছে। ইতিমধ্যে নয়টি কেমোথেরাপির ট্রিটমেন্ট করিয়েছেন। এখনও আরও সাতটি কেমোথেরাপি বাকি রয়েছে তাঁর।
ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে নিজের রোগ সম্পর্কে বলতে গিয়ে হামসা জানিয়েছেন, মাত্র ১৮ বছর আগে কর্কট রোগের কামরে মা’কে হারিয়েছিলেন অভিনেত্রী। তখন থেকেই মনে মনে তিনি ভেবে নিয়েছিলেন, তাঁর জীবনে পরিবর্তন আসতে চলেছে। অনেকটা ভয়ের মধ্যেই ছিলেন তিনি।
এরপরই স্মৃতি হাতড়ে অভিনেত্রী বলেন, গত চার মাসে আগেই সব কিছুর শুরু হয়। বুকের মধ্যে ছোট্ট একটা মাংসপিণ্ড নজরে পড়ে তাঁর। এরপর চিকিৎসকের পরমর্শ নিয়ে তিনি বায়োপসি করেন। তাঁর মনের ভয়ই সত্যি হয়। রিপোর্টে আসে, গ্রেড থ্রি ইনভেসিভ কার্সিনোমা (ব্রেস্ট ক্যানসার)-এ আক্রান্ত তিনি। বেশ কিছু স্ক্যান এবং টেস্ট করানোর পর, তাঁর অস্ত্রোপচার হয়। সাহস বুকে করে তিনি অপারেশন থিয়েটারে প্রবেশ করেছিলেন।
অভিনেত্রী বলেন, ‘আমার টিউমার অপসারণ করা হয়েছিল। সেই মুহুর্তে, চিকিত্সকরা নিশ্চিত করেছেন কোনও ছড়ানোর ব্যাপার নেই এবং আমি ভাগ্যবান এটা প্রথম দিকে ধরা পড়েছে। একটি রূপালী আস্তরণ দেখা যায়’। কিন্তু রূপালী আস্তরণটি স্বল্পস্থায়ী ছিল কারণ তাঁর BRCA1 (বংশগত স্তন ক্যানসার)-এর রিপোর্ট পজেটিভ এসেছিল।
অভিনেত্রীর কথায়, ‘এর মানে হল আমার একটা জেনেটিক মিউটেশন রয়েছে। যার মানে আমার আজীবন ৭০ শতাংশ স্তন ক্যানসার এবং ৪৫ শতাংশ ডিম্বাশয়ে ক্যানসারের সম্ভাবনা রয়ে যাবে। ঝুঁকি কমানোর একমাত্র উপায় হল কিছু খুব বিস্তৃত প্রফিল্যাকটিক সার্জারি। আমাকে রোগটাকে জয় করতে গেলে করতেই হবে’।
হামসা আরও বলেছেন, এখনও ৭টি কেমোথেরাপি বাকি রয়েছে। তিনি সেই সমস্ত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন, যারা তাঁর স্বাস্থ্য সম্পর্কে ক্রমাগত খোঁজ খবর নিয়েছেন। অনুরাগী এবং শুভানুধ্যায়ীরা নেটমাধ্যমে হামসার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
For all the latest entertainment News Click Here