ব্রেকআপের গুঞ্জমের মাঝে প্রাক্তন অনন্যাকে ‘সুইটহার্ট’ বললেন ইশান! শুনে হতবাক করণ
করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে হাজির হয়েছেন কাইফ, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী। নতুন ছবি ‘ফোন ভূত’-এর প্রচারে মূলত এই তিন তারকা শোয়ে এসে হাজির হয়েছেন। অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কে কি ইতি ইশান খট্টরের? অতীতে কি জাহ্নবী কাপুরের সঙ্গেও ছিল সম্পর্ক? আড্ডার মধ্যে উঠে আসে এই প্রশ্ন।
করণ জোহরের শোয়ে হাজির হয়ে একের পর এক গোপন তথ্য ফাঁস হয় ইশানের। অভিনেত্রী নীলিমা আজমির ছোট ছেলে তিনি। সম্পর্কে শাহিদ কাপুরের ছোট ভাইও। জাহ্নবীর বিপরীতে ‘ধড়ক’ দিয়ে বলিউডে ডেবিউ করেন ইশান খট্টর। গুজরাতি ছবি ‘সাইরাত’-এর রিমেক এই ছবি। আরও পড়ুন: গায়িকা না হলে জীবনে এই পেশা বেছে নিতেন আশা ভোঁসলে! ‘প্ল্যান বি’ শুনলে চমকে উঠবেন
করণ জোহর ইশানকে অনন্যা পাণ্ডের সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে প্রশ্ন করেন, ‘কেন ব্রেকআপ করলে অনন্যার সঙ্গে?’ পালটা ইশানের মন্তব্য, ‘আমি করেছি? কারণ, সম্প্রতি তুমি বলেছো যে ও (অনন্যা পাণ্ডে) আমার সঙ্গে সম্পর্ক ভেঙেছে। আমি ওই এপিসোডটা পুরোটা দেখেছি। তুমি ওকে সম্পর্ক ভাঙার জন্য প্রশ্ন করেছিলে।’ সঙ্গে সঙ্গে করণ বলে ওঠেন, ‘আমি বলতে চাইছি তোমরা দুজনে কেন সম্পর্কটা ভাঙলে? কারণ, ব্রেকআপ সবসময়ই তো মিউচুয়াল হয়। তাই না?’ আরও পড়ুন: ‘ওকে শুধু গুড মর্নিং, গুড নাইট লিখতাম’, তিন মাস বনির সঙ্গে কথা বলেননি শ্রীদেবী
ইশান বলেন, ‘আশা করি পরবর্তীতে ওর সঙ্গে বন্ধুত্বটা বেঁচে থাকবে। আমার দেখা মানুষদের মধ্যে ও অন্যতম অসাধারণ একজন মানুষ। ও এককথায় সুইটহার্ট। যেই ওর সঙ্গে মিশবে, সেই এই কথা বলবে। ও সত্যিই সুইটহার্ট। ও আমার অত্যন্ত প্রিয় একজন। ছিল আছে থাকবে।’ আরও পড়ুন: অক্সফোর্ড থেকে বিশ্ব সাহিত্যে ডিসটিংশন, বাস্তবেও কৌশিকের ‘লক্ষ্মী ছেলে’ উজান
অতীতে জাহ্নবীর ফোন নম্বর কী নামে সেভ করে রেখেছিলেন ইশান? র্যাপিড ফায়ার রাউন্ডে ফাঁস হয়ে যায় সেকথা। করণ জিজ্ঞেস করেন, ‘আর দোজ পটাটোজ! এই নামেই কি সেভ করা ছিল জাহ্নবীর নম্বর?’ মাথা নাড়িয়ে সম্মতি জানান ইশান। শুনেই ফ্যাল ফ্যাল করে হেসে ফেলেন ক্যাটরিনা এবং সিদ্ধান্ত। এরপরেই কণের প্রশ্ন, এখন কী নামে সেভ করা জাহ্নবীর নম্বর? ইশানের জবাব, ‘জাহ্নবী বনি কাপুর’। দু’জনের বর্তমান সমীকরণ নিয়ে এই থেকে খানিক আঁচ মেলে।
বলিউডে সেই সময় জাহ্নবী এবং ইশানকে নিয়ে একটা গুঞ্জন চাউর হয়েছিল। শ্যুটিংয়ের সময় থেকেই বিভিন্ন জায়গায় এক সঙ্গে দেখা যেত এই দুই তারকা সন্তানকে। ছবি মুক্তি পর পরও রেস্তোরাঁ থেকে জিমে একসঙ্গে দেখা যেত। তাঁদের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও কিছু সময় পর থেকেই জিনিসগুলি বদলাতে শুরু করে। আর ইশান-জাহ্নবীকে খুব একটা এক ফ্রেমে দেখা যায়নি। তাঁদের মধ্যে কি আদৌ কোনও সম্পর্ক ছিল? ইশান বা জাহ্নবীর কেউই ‘সম্পর্ক’ নিয়ে কখনও মুখ খোলেননি।
For all the latest entertainment News Click Here