ব্রাভোকে ছুঁয়ে IPL-এর ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক চাহাল
শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় রাতে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে হারতে হয়েছে তাঁর দল রাজস্থান রয়্যালসকে। কিন্তু সেই হারের রাতেও রাজস্থান রয়্যালসের বোলার যুজবেন্দ্র চাহাল গড়ে ফেললেন এক নয়া নজির। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার নজির স্পর্শ করলেন তিনি। ছুঁয়ে ফেললেন প্রাক্তন সিএসকে তথা ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে। ফলে এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেন তিনি। এদিকে চাহালের সামনে সুযোগ রয়েছে চলতি আইপিএলেই ডোয়েন ব্রাভোকে টপকে যাওয়ার। কারণ ব্রাভো ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন।
চাহালের ঝুলিতে মাত্র ১৪২টি ম্যাচ খেলে রয়েছে ১৮৩টি উইকেট। অন্যদিকে ১৮৩ উইকেট নিতে ব্রাভো খেলেছিলেন ১৬১টি ম্যাচ। চার ওভার বল করে মাত্র ২৯ রান দেন চাহাল। তুলে নেন চার চারটি উইকেট। হেনরিক ক্লাসেনের উইকেটটি নিয়ে তিনি এই নজির গড়েন। পাশাপাশি এদিন চাহাল আউট করেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি এবং আনমোলপ্রীত সিংকেও। তবে চাহালের নজির গড়ার দিনটি তাঁর দলের জন্য একেবারেই ভালো গেল না। ২১৫ রান তাড়া করে একেবারে শেষ বলে এসে দুরন্ত জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ।
রাজস্থানের হয়ে এই ভারতীয় লেগ স্পিনার অনবদ্য বোলিং করলেও তাঁর দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারলেন। বাকি বোলারদের ব্যর্থতায় ম্যাচ থেকে খালি হাতে ফিরতে হল রাজস্থান রয়্যালসকে। এই ম্যাচে রাজস্থান রয়্যালস হেরে যাওয়ায় প্লে অফের লড়াইও অনেকটা খুলে গেল বলা যায়। রাজস্থান এই মুহূর্তে ১০ পয়েন্ট নিয়ে প্রথম চারে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে তাদের নেট রান রেট ভালো থাকায় তারা লিগ তালিকায় এগিয়ে রয়েছে। তবে এই ম্যাচে রাজস্থানের হার কিছুটা হলে অক্সিজেন জোগাবে কলকাতা নাইট রাইডার্স এবং হায়দরাবাদ দলকে। দুই দলের ঝুলিতেই এই মুহূর্তে রয়েছে আট পয়েন্ট করে। ফলে নিজেদের শেষ ম্যাচগুলো জিতলেই খুলে যেতে পারে প্লে অফের দরজা। অন্যদিকে কিছুটা হলেও কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে বাধ্য রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্টের।
For all the latest Sports News Click Here