ব্রাজিলের গ্রেমিওতে সই করলেন সুয়ারেজ
দল বদলের খাতায় নাম লেখালেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ব্রাজিলিয়ান সেরি এ দলের গ্রেমিওতে যোগ দিলেন। ফ্রি ট্রান্সফারে দু বছরের চুক্তিতে ২০২৪-এর শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফেরিতে থাকবেন তারকা স্ট্রাইকার।
গত বছর অক্টোবরে সুয়ারেজ তাঁর ছোটবেলার ক্লাব ন্যাসিওলান থেকে বিদায় নেন। ন্যাসিওলানের হয়ে খেলেছেন ১৬টি ম্যাচ। করেছেন আটটি গোল। উরুগুয়ে চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি। ৩৫ বছর বয়সী স্ট্রাইকার এর আগে ইউরোপ জুড়ে দাপিয়ে খেলেছেন। লিভারপুল, বার্সেলোনা আয়াক্স আমস্টারডাম এবং অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন।
তাঁর স্বপ্নের ফর্ম ছিল বার্সেলোনায় খেলার সময়। মেসি, নেইমার, সুয়ারেজদের আক্রমণকে ভয় পেত প্রত্যেকটি দল। একের পর এক গোল করে গিয়েছেন সুয়ারেজ। নেইমার বার্সেলোনা ছেড়ে গেলেও থেকে যান সুয়ারেজ। তৈরি হয় মেসি-সুয়ারেজ নতুন জুটি। সেই জুটি স্পেনের ক্লাবকে একের পর এক ট্রফি দিয়ে যায়। মেসির সঙ্গে তৈরি হয়েছিল গভীর বন্ধুত্ব। যা এখনও রয়েছে।
সম্প্রতি বিশ্বকাপে সুয়ারেজের জাতীয় দল উরুগুয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি। চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলেন সুয়ারেজরা। তবে সেসব এখন অতীত। বিশ্বকাপ জিতেছেন তাঁর প্রিয় বন্ধু লিওনেল মেসি। ফুটবলের জাদুকরের পায়ে বিশ্বকাপ দেখে খুশি বিশ্ব। পুরো আর্জেন্তিনা বিশ্বকাপ জয় উদযাপন করেছে।
সুয়ারেজ ও মেসির বন্ধুত্ব কথা কারোর অজানা নয়। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর সুয়ারেজকে ফোন করেছিলেন মেসি। বিশ্বকাপ জেতার পর সম্প্রতি সুয়ারেজ তাঁর প্রিয় বন্ধু মেসির সঙ্গে আর্জেন্তিনার রোজারিওতে বড়দিন কাটিয়ে ফিরেছেন। ১৭ জানুয়ারি রেকোপা গাউচা সুপার কাপে গ্ৰেমিও সাও লুইজের বিপক্ষে নতুন বছরের যাত্রা শুরু করবেন সুয়ারেজ। সেই ম্যাচেই নতুন ভাবে দেখা যাবে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। উরুগুয়ের এই তারকার খেলা দেখতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব।
For all the latest Sports News Click Here