ব্রডের সুইট সিক্সটিন! এই নিয়ে ষোলো বার ওয়ার্নারকে আউট করলেন ইংরেজ তারকা- ভিডিয়ো
সামনে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড মানেই উইকেট পড়বেই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। তারকা অজি ব্যাটারের উপরে যেন নিজের আধিপত্য বজায় রেখে চলেছেন ব্রড। বৃহস্পতিবার হেডিংলেতে ২০২৩ সালের অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও স্টুয়ার্ড ব্রডের বলে আউট হন তিনি। তাও আবার ৫ বলে মাত্র চার রান করেন।
আরও পড়ুন: গলি থেকে রাজপথ- ধার করা ব্যাটে সেঞ্চুরি থেকে জাতীয় দলে সুযোগ, লড়াইটা খুব কঠিন ছিল তিলকের
এমনিতেই শুরু থেকে নড়বড় করছিলেন ওয়ার্নার। ব্রডের বলে তৃতীয় স্লিপে জ্যাক ক্রোলির হাতে ক্যাচ দেন তিনি। ওয়ার্নার এমনিতেই ভালো ছন্দে নেই। সেটা ব্রড ভালো ভাবেই জানেন। সেই ভাবেই ফিল্ডিং সাজিয়ে ওয়ার্নারকে ফাঁদে ফেলেন তিনি। এর পরেই স্টুয়ার্ট ব্রড একেবারে উচ্ছ্বাসে ভেসে যান। কারণ তিনি এখনও পর্যন্ত ডেভিড ওয়ার্নারকে টেস্ট ক্রিকেটে ১৬তম বার আউট করে ফেললেন। দুই তারকা এই নিয়ে ২৯টি টেস্টে একে অপরের বিপক্ষে ম্যাচ খেলেছেন। ওয়ার্নারের আউটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।
অ্যাশেজের প্রথম দু’টি টেস্টে হেরে ইংল্যান্ড বেশ চাপে পড়ে গিয়েছে। যে কারে হেডিংলেতে তাদের সিরিজ বাঁচানোর লড়াই। কারণ এই টেস্ট হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। আর সিরিজে প্রত্যাবর্তন করতে মুখিয়ে রয়েছে ব্রিটিশরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে ইংল্যান্ডের বোলাররা দাপট দেখিয়েছে। ৮১ রানের মধ্যে অস্ট্রেলিয়ার চার উইকেট তাঁরা ফেলে দেন। সস্তায় আউট হন ওয়ার্নার, উসমান খোয়াজা (১৩), মার্নাস ল্যাবুশেন (২১), স্টিভ স্মিথরা (২২)। লাঞ্চের আগে ৯১ রানে ৪ উইকেট ছিল অস্ট্রেলিয়ার।
আরও পড়ুন: হাল ছাড়ার ছেলে ও নয়, আরও পরিশ্রম করবে- রিঙ্কুর মনের হাল জানালেন তাঁর কোচ
এই সিরিজে ডেভিড ওয়ার্নার এখনও পর্যন্ত বড় স্কোর করতে পারেননি। তাঁকে সে ভাবে ছন্দেই পাওয়া যাচ্ছে না। প্রথম ওভারেই ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ডকে এই ম্যাচে ব্যাট-বলো সব দিক থেকে ভালো পারফরম্যান্স করতে হবে। এই ম্যাচ হারা মানে, ঘরের মাঠে সিরিজেও ল্যাজেগোবরে হওয়া।
For all the latest Sports News Click Here